৫৯ বছর বয়সে এসেছে নতুন জীবন শুরু করেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। প্রেমিকা অর্পিতা চট্টোপাধ্যায় (আগে বণিক)-এর সঙ্গে সইসাবুদ করে বিয়েটা সেরে ফেলেছেন সৌরভের দাদা। এই বিয়ে নিয়ে চারিদিকে চাপা গুঞ্জন। রবিবাসরীয় বিয়েতে সৌরভ-ডোনার অনুপস্থিতি দেখে ভ্রূ কুঁচকেছেন অনেকেই। বাবার বিয়েতে গরহাজির স্নেহাশিস কন্যা স্নেহাও।
মম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্নেহাশিসের দাম্পত্য সুখের হয়নি। দীর্ঘদিন ধরেই মনের মিল ছিল না, এখন তাঁরা পাকাপাকিভাবে আলাদা। মাস কয়েক আগেই ডিভোর্স চূড়ান্ত হয়েছে। অথচ সিএবি প্রেসিডেন্টের বিয়ে হতে না হতেই মমের সোশ্যাল মিডিয়া জুড়ে মন খারাপের মেঘ জমেছে।

ডোনার মতো চণ্ডী গঙ্গোপাধ্যায়ের বড় বউমাও (এখন প্রাক্তন) পেশায় ক্ল্যাসিক্যাল নৃত্য়শিল্পী। মোহিনীয়াট্টামের সাধনা করেন মম। এদিন ইনস্টাগ্রামের দেওয়ালে একটি ভিডিয়ো শেয়ার করে নেন স্নেহাশিসের প্রাক্তন। তাতে বলা হচ্ছে, ‘যদি তোমাকে কেউ প্রত্যাখ্যান করে সেটাকে গ্রহণ করো। যদি কেউ তোমাকে ভালো না বাসে তাহলে যেতে দাও। কেউ যদি তোমার বদলে অন্যকে বেছে নেয়, তাহলে মুভ অন করো। এমন নয় তুমি যাকেই ভালোবাসবে, সে তোমার সঙ্গে থাকবে’।
সেখানে আরও বলা হয়েছে, ‘এমন কাউকে বিশ্বাস করো না যে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, যে তোমার জীবনে থাকতে চাইবে না তাকে তোমার জীবনের অংশ করো না। আমার জীবন থেকে এমন মানুষ চলে গেছে, যারা একটা সময় আমার গোটা দুনিয়া ছিল। তবুও আমি বেশ আছি। …… মানুষকে সময় দাও, মানুষকে স্পেস দাও। কাউকে জোর করে আটকে রেখো না, বরং তাঁকে উড়তে দাও। …. যা তোমার ছিল তা তোমারই থাকবে।…. অনেক সময় কিছু জিনিস শেষ হতে হয়, কারণ আরও ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য।’
ওদিকে স্নেহাশিসের বিয়ের নতুন ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে মভ রঙা পাঞ্জাবিতে দেখা মিলল বরের, গোলাপি কাতান বেনারসিতে ঝমমলে ডোনার নতুন বড় জা।
নিন্দকদের মতে ব্যবসায়িক কারণেই স্নেহাশিসের বিয়ে এড়িয়েছেন মহারাজ। আসলে, স্নেহাশিসের বর্তমান স্ত্রী অর্পিতা বছর খানেক আগেও ছিলেন অর্পিতা বণিক। অজন্তা স্যু কোম্পানির কর্ণধার সুব্রত বণিকের স্ত্রী, এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ। অর্পিতা এখন সুব্রতকে ছেড়ে স্নেহাশিসের হাত ধরেছেন। তবে সৌরভ কিন্তু ওই জুতোর সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। সেই কারণেই কি দাদার বিয়েতে দেখা মিলল না তাঁর? উঠছে প্রশ্ন!
৭ অগস্ট কলকাতার এক সাততারা হোটেলে বসছে অর্পিতা-স্নেহাশিসের রিসেপশন। আশ্চর্যজনকভাবে কার্ডে আমন্ত্রণকারী হিসাবে নাম রয়েছে সৌরভ ও ডোনার। সৌরভকে না জানিয়েই এমনটা করা হয়েছে বলে খবর, কেউ কেউ বলছেন ওইদিনের অনুষ্ঠানও নাকি এড়িয়ে যেতে পারেন সৌরভ-ডোনা।