গোয়া জুড়ে সাজোসাজো রব, আগামী মাসেই আসর বসবে ৫৩ তম ইন্ডিয়ান ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যাল বা ইফি (IFFI)-র। এই ঐতিহ্যশালী চলচ্চিত্র উত্সবের ইন্ডিয়ান প্যানোরমা বিভাগের ছবি তালিকা ঘোষিত হল শনিবার। ভারতের নানান প্রান্ত, নানান ভাষার ছবি জায়গা করে নেয় এই বিভাগে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এবং গোয়া সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই ছবি উত্সব শুরু হবে আগামী ২০ শে নভেম্বর, চলবে ২৮শে নভেম্বর পর্যন্ত।
এই বছর ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে বাংলা ছবির ভাঁড়ারে মাত্র দুটি ছবি। অরিন্দম শীলের 'মহানন্দা'র ঠাঁই হয়েছে ফিচার ফিল্মের তালিকায়। অন্যদিকে ‘মেইন স্ট্রিম’ বিভাগে জায়গা করে নিয়েছে অভিজিৎ সেনের ‘টনিক’।
ফিচার বিভাগের মধ্যে ১২জন জুরির বেছে নেওয়া ২০টি ছবির মধ্যে বাংলা থেকে একমাত্র ছবি ‘মহানন্দা’। যা মহাশ্বেতা দেবীর জীবন অবলম্বনে তৈরি। উচ্ছ্বিসত পরিচালক জানালেন, ‘শুরুতে ৩৫৪টা ছবি ছিল, সেখান থেকে মাত্র ২৫টা নির্বাচিত হয়েছে। সেই তালিকায় আমরা রয়েছি, দুর্দান্ত অনুভূতি। আমি দারুণ খুশি’। এই প্রথম অরিন্দম শীলের কোনও ছবি প্রদর্শিত হতে চলেছে গোয়া চলচ্চিত্র উৎসবে। চলতি বছর বাংলা নববর্ষে মুক্তি পেয়েছিল ‘মহানন্দা’। মহাশ্বেতা দেবীর আদলে তৈরি চরিত্রে অভিনয় করেছেন গার্গী রায় চৌধুরী। এই বিভাগে মহানন্দার পাশাপাশি দেখানো হবে ‘জয় ভীম’(তামিল), ‘দ্য স্টোরিটেলার’ হিন্দি), ‘মেজর’ (হিন্দি), ‘সিয়া’ (হিন্দি)-র মতো ছবি।
এই বছর দেশের অন্যতম দুই ব্যবসা সফল ছবি ‘RRR’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’-সেই দুই ছবির পাশে এবার জায়গা হল দেবের টনিকের। মেইন স্ট্রিম বিভাগের জন্য যে হাতে গোনা ৫ টি ছবি নির্বাচিত হয়েছে সেখানে জায়গা করে নিয়েছে এই ফিল্ম। দেব-পরাণের রসায়ন দর্শকদের মন জিতেছে আগেই, ইফির জুরিরও চোখ টানলেন তাঁরা। দেবে এক সাক্ষাৎকারে জানিয়েছেন সুখবরটা প্রথম অরিন্দম শীলের কাছ থেকেই পেয়েছেন তিনি। এই টলি সুপারস্টার জানালেন, ‘যে বিভাগে ‘আরআরআর’-এর মতো ছবি আছে, রাজামৌলি স্যর-এর কাজ আছে যে বিভাগে! অরিন্দমদার ছবি ‘মহানন্দা’-ও নির্বাচিত। বাংলা ছবি যে এগিয়ে যাচ্ছে, এটাই তো তার প্রমাণ। আমি খুব খুশি।’
তবে এত কিছুর মধ্যেও বিতর্কের কমতি নেই। ইন্ডিয়ান প্যানোরমাতে এইবার জায়গা হল না ‘অপরাজিত’র। হ্য়াঁ, কেন এই ছবিটি বাদ গেল বুঝে উঠতে পারছেন না কেউই। তবে নির্মাতারা স্পষ্ট জানিয়েছেন, টেকিনিক্যাল কোনও সমস্যার কারণে নয়, নিজেদের সিদ্ধান্তে ‘অপরাজিত’কে বাদ দিয়েছেন জুরির সদস্যাররা।
‘অপরাজিত’ জায়গা না পেলেও বড় মনের পরিচয় দিলেন অভিনেতা জিতু কমল। পর্দার সত্যজিৎ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে ভুললেন না ইন্ডাস্ট্রির সিনিয়রদের। ফেসবুকে অভিনেতা লেখেন-দুটো বাংলা ছবি IFFI তে নির্বাচিত হয়েছে! অরিন্দম দার, মহানন্দা... অভিজিৎ দার, টনিক...বাঙালি হিসেবে আবারও গর্বিত'।