'এক পলকা জিনা, ফির তো হ্যায় যানা', কহো না প্যায়ার হ্যায় ছবিতে হৃত্বিকের সেই আইকনিক নাচ মন কেড়েছিল বহু সিনেমপ্রেমীর। ফের একবার সেই আইকনিক নাচের স্টেপই দেখার সুযোগ মিলল IIFA-র মঞ্চে। সৌজন্যে সেই হৃত্বিক রোশন। তাঁর সঙ্গে তাঁর মতো করেই সেই স্টেপগুলি নকল করার চেষ্টা করলেন ভিকি কৌশল। কিন্তু হল কি?
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, হৃত্বিকের সঙ্গে মিলেই ‘এক পলকা জিনা' সেই স্টেপ তাঁর মতো করে অনুকরণ করার চেষ্টা করছেন ভিকি। মাঝে থেমে গিয়ে বলিউডের 'গ্রিক গড'-এর সামনেই মাথা নত করেন ভিকি। এদিকে হৃত্বিক-ভিকির এই যৌথ নাচের ভিডিয়োতে ইতিমধ্যেই মুগ্ধ নেটপাড়ার লোকজন। ভিডিয়োর নিচে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা।
আরও পড়ুন-একসময় বাংলাকেই আঁকড়ে ছিলাম, তবে এখন আর এই ইন্ডাস্ট্রি নিয়ে ভাবি না: প্রসেনজিৎ
আরও পড়ুন-‘ঈশ্বর পাঠিয়েছে তোমায়’, কান পর্যন্ত যাত্রাপথের কৃতিত্ব একজনকেই দিলেন সানি, কে তিনি?
কমেন্ট বক্সে কেউ লিখেছেন, 'আমার প্রিয় অভিনেতা, আমার পছন্দের গানে নাচছেন', কেউ লিখেছেন, ‘অসাধারণ!’ কারোর কথায়, ‘মন ভরে গেল…।’ কেউ আবার ভিকিতে মুগ্ধ। প্রসঙ্গত, IIFA-২০২৩-এ 'বিক্রম বেদা'র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন হৃত্বিক রোশন। পুরস্কার গ্রহণ করার পর হৃত্বিক বলেন, ‘আমি বেশ বছর ধরে বেধাদা চরিত্রটির সঙ্গে রয়েছি। যেটার শুরু আবুধাবিতেই হয়েছিল। আমি এখানে বেদা হিসাবে আমার প্রথম শট দিয়েছিলাম... আসলে জীবন আমার কাছে একটা বৃত্ত। বেদা চরিত্রটিই আমাকে আবিস্কার করতে সাহায্য করেছে যে আমার মধ্যেও একটা উন্মাদনা রয়েছে। এই বিশ্বকে ধন্যবাদ সেই সঙ্গে বেদা চরিত্রটিকেও।’
প্রসঙ্গত, ২৭ মে শনিবার আবুধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। যেখানে হৃত্বিক, ভিকি ছাড়াও পারফর্ম করেন সলমান খান, নোরা ফাতেহি সহ আরও অনেকে।