বাংলা নিউজ > বায়োস্কোপ > IIFA 2023: মঞ্চে উপুড় হয়ে শুয়ে বরুণ-নোরার নাচ, অশ্লীলতার অভিযোগ এনে নেটনাগরিকদের প্রশ্ন, ‘এটার অনুমতি দিল কে?’

IIFA 2023: মঞ্চে উপুড় হয়ে শুয়ে বরুণ-নোরার নাচ, অশ্লীলতার অভিযোগ এনে নেটনাগরিকদের প্রশ্ন, ‘এটার অনুমতি দিল কে?’

আইফায় বরুণ-নোরার নাচ

বরুণ নোরার নাচ দেখে বেশকিছু জন আবার এধরেনের নাচের স্টেপকে 'অশ্লীল' বলে দাবি করেছেন। বিরক্ত নেটনাগরিকদের একজন লিখেছেন, ‘বরুণ-নোরা দুজনেই দারুণ নৃত্যশিল্পী, কিন্তু এটা কী দরকার ছিল?’ কারোর কথায়, ‘কার মনে হয়েছিল এটা একটা ভালো আইডিয়া? কে এটাকে অনুমোদন দিয়েছেন? ছি..’

IIFA-২০২৩-এর মঞ্চে আগুন পারফরম্যান্সের সময় আগুন ধরালেন বরুণ ধাওয়ান ও নোরা ফতেহি। 'কভি খুশি কভি গম' ছবির 'শাবা শাবা' গানের সঙ্গে 'স্ট্রিট ডান্সার' ছবির 'হায় গর্মি' গান দুটি মিলিয়ে বানানো ম্যাশআপে নাচতে দেখা যায়। বরুণ-নোরার নাচের কিছু অংশ নেটদুনিয়ায় উঠে এসেছে। আর সেখানেই তাঁদের নাচের ধরন দেখে হতবাক কিছু নেটনাগরিক।

সোশ্যালে উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে বরুণের নাচের মাঝেই মঞ্চে আসেন নোরা। ব্যকগ্রাউন্ডে তখন 'কভি খুশি কভি গম'গানের সুরেই 'ইতনি গরমি হ্যায় ইহাঁ' বলে কথা জুড়ে দেওয়া হয়। নোরা নাচতে গিয়ে চেয়ার থেকে বরুণের কোলে পড়েন। এরপরই বরুণের লিপে শোনা যায়, ‘গরমি তো হোগা-ই, তুম জো হো…আরে কোয়ি এসি চালা দো’। আর এরপর শাবা শাবা গানের সুরে 'Say গরমি গরমি' কথা বসে তাঁরা নাচেন। যেখানে বরুণ ও নোরা মাটিতে উপর হয়ে শুয়ে পড়েন। নোরা গায়ে হাত দিয়ে যেন ঝটকা খাচ্ছিলেন, এমন একটা ভঙ্গীমায় করতে থাকেন ব্যাকগ্রাউন্ড ডান্সাররা। এরপর ওভাবেই মঞ্চ ছাড়েন বরুণ ও নোরা। এই ভিডিয়োটি দেখে নেট দুনিয়ায় বিভিন্ন মন্তব্য উঠে এসেছে।

আরও পড়ুন-‘ঈশ্বর পাঠিয়েছে তোমায়’, কান পর্যন্ত যাত্রাপথের কৃতিত্ব একজনকেই দিলেন সানি, কে তিনি?

আরও পড়ুন-'এক পলকা জিনা' গানে হৃত্বিকের পাশে দাঁড়িয়েই তাঁকে নকলের চেষ্টা! পারলেন কি ভিকি?

রইল ভিডিয়োর লিঙ্ক..

https://www.reddit.com/r/BollyBlindsNGossip/comments/13tstjh/what_was_this/?utm_source=share&utm_medium=web2x&context=3

ভিডিয়ো দেখে কমেন্টে কেউ লিখেছেন, ‘এটি হাস্যকর’, কারোর কথায়, ‘ওঁরা দর্শকদের তাঁদের পারফরম্যান্স দেখার জন্য ফিরিয়ে আনার চেষ্টা করছেন।’ বেশকিছু জন আবার এধরেনের নাচের স্টেপকে 'অশ্লীল' বলে দাবি করেছেন। বিরক্ত নেটনাগরিকদের একজন লিখেছেন, ‘বরুণ-নোরা দুজনেই দারুণ নৃত্যশিল্পী, কিন্তু এটা কী দরকার ছিল?’ কারোর কথায়, ‘কার মনে হয়েছিল এটা একটা ভালো আইডিয়া? কে এটাকে অনুমোদন দিয়েছেন? ছি..’, আরও একজন লিখেছেন, ‘মঞ্চে এভাবে নাচার অনুমতি দিয়েছেন কে, আমাকেই এবার ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে দেখছি।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন