বাংলা নিউজ > বায়োস্কোপ > IIFA 2023 Winner List: সেরা অভিনেতা হৃতিক, সেরা অভিনেত্রী আলিয়া! সবচেয়ে বেশি পুরস্কার পেল ব্রহ্মাস্ত্র, তারপরেই গঙ্গুবাই

IIFA 2023 Winner List: সেরা অভিনেতা হৃতিক, সেরা অভিনেত্রী আলিয়া! সবচেয়ে বেশি পুরস্কার পেল ব্রহ্মাস্ত্র, তারপরেই গঙ্গুবাই

আইফা ২০২৩-এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা। 

আইফা ২০২৩-এ ব্রহ্মাস্ত্র আর গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি-র জয়জয়কার। সেরা অভিনেত্রী হলেন আলিয়া ভাট। সেরা অভিনেতা হৃতিক। সেরা পরিচালক আর মাধবন। দেখে নিন বিজয়ীদের পুরো তালিকা এক নজরে-

২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয়েছিল আবুধাবিতে। সলমন খান থেকে শুরু করে ভিকি কৌশল, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, মৌনি রায়, সারা আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহি, অভিষেক বচ্চনের মতো তারকারা এবারের আইফায় হাজির ছিলেন। বিক্রম বেধা সিনেমার জন্য সেরা অভিনেতা সম্মান পেলেন হৃতিক রোশন, সেরা অভিনেত্রী আলিয়া ভাট তাঁর গঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জন্য। তবে এবারের আইফায় সবচেয়ে বেশি পুরস্কার এসেছে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’-র ঝুলিতে। ঠিক এর পিছনেই আছে সঞ্জয় লীলা বনশালির ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। 

প্রবীণ অভিনেতা অনিল কাপুরও আইফা ২০২৩-এ একটি পুরষ্কার পেয়েছেন। সেরা পরিচালকের সম্মান জুটেছে আর মাধবনের কপালে। প্রবীণ অভিনেতা কমল হাসান পেয়েছেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। প্রবীন অভিনেতা যখন পুরস্কার নিতে মঞ্চে ওঠেন, তখন তাঁকে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানান সলমন খান-সহ অনন্যান্যরা।

সঞ্চালনা করেন এবারে অভিষেক বচ্চন ও ভিকি কৌশল। পাফর্ম করেন সলমন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহি, রকুল প্রীত সিংরা। দেখুন ২০২৩ সালের আইফায় কোন ক্যাটাগরিতে কে জিতল পুরস্কার।

IIFA 2023 বিজয়ীদের তালিকা-

  • শ্রেষ্ঠ চলচ্চিত্র: দৃশ্যম ২
  • সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট)
  • প্রধান চরিত্রে সেরা অভিনেতা (মহিলা): আলিয়া ভাট (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
  • প্রধান চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ): হৃতিক রোশন (বিক্রম বেধা)
  • পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা (মহিলা): মৌনি রায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান)
  • পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ): অনিল কাপুর (জুগ জুগ জিয়ো)
  • সিনেমায় ফ্যাশনের জন্য অসামান্য কৃতিত্ব: মনীশ মালহোত্রা
  • ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্ব: কমল হাসান
  • সেরা অভিযোজিত গল্প: আমিল কেয়ান খান এবং অভিষেক পাঠক (দৃশ্যম ২)
  • সেরা মৌলিক গল্প: পারভেজ শেখ এবং জসমিত রিন (ডার্লিংস)
  • আঞ্চলিক সিনেমায় অসামান্য কৃতিত্ব: রীতেশ দেশমুখ পরিচালিত মারাঠি ছবি বেদ
  • সেরা ডেবিউ (পুরুষ): শান্তনু মহেশ্বরী (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) এবং বাবিল খান (কালা)
  • সেরা ডেবিউ (মহিলা): খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)
  • সেরা প্লেব্যাক গায়িকা (মহিলা): শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র ১-এর রসিয়া গানের জন্য)
  • সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র ১-এর কেশরিয়া গানের জন্য)
  • সেরা সঙ্গীত পরিচালনা: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা)
  • সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র ১-এর কেশরিয়া গানের জন্য)
  • সেরা সিনেমাটোগ্রাফি: গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
  • সেরা চিত্রনাট্য: গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
  • সেরা সংলাপ: গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
  • টাইটেল ট্র্যাকের জন্য সেরা কোরিওগ্রাফি: ভুল ভুলাইয়া ২
  • সেরা সাউন্ড ডিজাইন: ভুল ভুলাইয়া ২
  • সেরা সম্পাদনা: দৃশ্যম ২
  • সেরা স্পেশ্যাল এফেক্ট (ভিজ্যুয়াল): ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা
  • সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: বিক্রম বেধা
  • সেরা সাউন্ড মিক্সিং: মনিকা ও মাই ডার্লিং

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন