আইফা (IIFA 2025) অ্যাওয়ার্ডস-এর ২৫ তম বর্ষ, আর এবার শুরু থেকেই চর্চায় রয়েছেন যিনি তিনি হলেন করিনা কাপুর। প্রাক্তন শাহিদের সঙ্গে স্টেজে হেসে হেসে কথা, তাঁকে জড়িয়ে ধরা থেকে কিংবদন্তী দাদু রাজ কাপুরকে শ্রদ্ধার্ঘ্য, এবার চর্চায় শুধুই করিনা।
'বলিউডের শোম্যান' তিনি, এবার কিংবদন্তি রাজ কপুরের জন্মশতবর্ষ চলছে। আর তাই IIFA-র মঞ্চে তাঁকে বিশেষভাবে শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ নেওয়া হয়। আর এই শ্রদ্ধার্ঘ্য এল তাঁপ নাতনি, অভিনেত্রী করিনা কাপুরের হাত ধরে। পরনে স্যুট, মাথায় হ্যাট। কাঁধে রাখা লাঠিতে ঝোলা নিয়ে রবিবার রাজ কাপুরের ‘শ্রী ৪২০’ ছবির লুককেই ‘রিক্রিয়েট’ করেন করিনা। আর এই লুকেই জয়পুরে আয়োজিত অনুষ্ঠানে সেই রাজ কাপুরের বিখ্যাত ‘মেরা জুতা হ্যায় জাপানি’ গানে পারফর্ম করেন করিনা।
এখানেই শেষ নয়, সাদা-কালো শাড়ি পরে ফিরে যায়, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির দুনিয়ায়। ‘শ্রী ৪২০’ ছবির 'প্যায়ার হুয়া ইকরার হুয়া' গানেও পারফর্ম করেন বেবো। এছাড়াও ‘প্যায়ার কা নগমা হ্যায়’-সহ রাজ কাপুরের একাধিক আইকনিক ছবির গানে পারফর্ম করতে দেখা যায় কাপুর নন্দিনীকে। যার মধ্যে করিনার ‘মেরা জুতা হ্যায় জাপানি’ গানে পারফরম্যান্স ইতিমধ্যেই ভাইরাল।
আরও পড়ুন-বয়স মাত্র ১৭, এই বয়সেই আলিয়া, ক্যাটরিনাদের হারিয়ে দিলেন! আইফার মঞ্চে কেঁদে ভাসালেন নীতাংশী
এদিকে করিনার এই হাইভোল্টেজ পারফরম্যান্সের ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়। এই নাচ দেখে বেবোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনদের অনেকেই। আবার কেউ কেউ রাজ কপুরের আদরের নাতি রণবীর কাপুর ও আরও এক নাতনি করিশ্মা কাপুর কেন পারফর্ম করলেন না সে প্রশ্নও তুললেন?
প্রসঙ্গত, জানা যায়, ছোটবেলায় কিংবদন্তি দাদুর খুবই কাছের ছিলেন তাঁর তিন নাতি নাতনি করিশ্মা,করিনা, ঋদ্ধিমা ও রণবীর। বহুবার দাদুর কোলে বসে ছোটবেলার বহু ছবি ও ভিডিয়োও সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন করিনা-করিশ্মা। তবে আবার সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা বলেছিলেন, দাদু নাকি তাঁর থেকেও দিদি করিশ্মাকেই বেশি ভালোবাসতেন, তার নীল চোখের জন্য। দাদুর ঘরে ঢুকে ফ্রিজ খোলার অনুমতি শুধু করিশ্মারই ছিল।