প্রতিবছরের শুরু হয়ে গেছে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার নয়া সিজন। সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সোম থেকে শুক্র ঠিক রাত আটটায় সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। আন্তর্জাতিক মঞ্চে এমন অনুষ্ঠান অনেক বছর আগে শুরু হলেও ভারতে ৪ বছর আগে শুরু হয়েছিল এই অনুষ্ঠান যেখানে যে কোনও ভারতীয় তাঁর নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসতে পারেন।
শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার চতুর্থতম সিজন কিছুদিন আগেই শুরু হয়ে গেছে। একের পর এক নিত্য নতুন আইডিয়া সামনে উঠে আসছে এই মঞ্চের হাত ধরে। এবার শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার মঞ্চ থেকে একটি ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, যা দেখে আপনিও হয়ে যাবেন অবাক।
আরও পড়ুন: চন্দ্রমৌলির ‘মৃত মুখ’ দেখবেন না! ফলিলসের প্রাক্তন সদস্যের আত্মহত্যা, কী লিখলেন রূপম?
আরও পড়ুন: দিল্লিতে বন্ধুর বিয়েতে গিয়ে ডেটিং! জাহ্নবীর সঙ্গে পোজ দিলেন শিখর, বেদাংকে নিয়ে হাজির খুশি
সম্প্রতি যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, আইএএম আমেদাবাদের দুই স্নাতক এসেছেন শার্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। ২ প্রতিযোগীর মধ্যে একজন হলেন ২৬ বছর বয়সী দেবাংশ জৈন, অন্যজন ২৭ বছর বয়সী অক্ষয় জৈন। দেবাংশ এবং অক্ষয় একটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছেন, যেখানে ডিজাইনার পোশাক, ব্যাগ, জুতো (যেগুলি অল্প সময়ে ব্যবহার করা হয়েছে) কম দামে পাওয়া যায়।
কালচার সার্কেল প্রতিষ্ঠাতা দেবাংশ এবং অক্ষয় তাঁদের স্টার্ট আপের মূল্য রেখেছিলেন ২৪০ কোটি। ০.৫ শতাংশ ইক্যুইটির জন্য ১.২ কোটি বিনিয়োগের অনুরোধ রেখেছিলেন বিচারকদের কাছে। ২৪০ কোটি টাকার কথা শুনে যখন সকলে চমকে ওঠেন ঠিক তখনই অন্যতম বিচারক আমান গুপ্তা বলেন, দেবাংশ যে জুতোটি পরে রয়েছেন সেই জুতোটি ১০ লক্ষ টাকার জুতো।
আমানের মুখে এই কথাটি শুনে রীতিমতো চমকে ওঠেন অন্য বিচারকরা। সকলে যখন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করেন, তখনই দেবাংশ বলে ওঠেন, এটির বাজার মূল্য অবশ্যই ১০ লাখ টাকা কিন্তু আপনি আমাদের কালচার সার্কেলে ৬ লক্ষ টাকায় পেয়ে যাবেন।
আরও পড়ুন: এত বড় নায়িকা হয়েও এত কম দাম! অনুষ্কার সাদা-কালো জিন্সটি কিনতে কত খরচ হবে আপনার?
আরও পড়ুন: কালো রং নিয়ে ট্রোল! মেয়ের নাম মাতারা রাখল মাসাবা, হিন্দুশাস্ত্রে এই নামের রয়েছে বিশেষ অর্থ
প্রসঙ্গত, প্রাথমিক কথোপকথনের পর যখন অর্থের প্রসঙ্গ আসে তখন কুণাল ২ শতাংশ ইক্যুইটির জন্য ২ কোটি টাকা, রিতেশ আগরওয়াল ১ শতাংশ ইক্যুইটির জন্য ১ কোটি টাকা বিনিয়োগ করেন।
তবে এই প্রতিযোগীদের অনুষ্ঠান আসা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নমিতা থাপার। একদিকে দেবাংশ এবং অক্ষয় দুজনেই আইআইএম থেকে শিক্ষিত, অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১৭ কোটি টাকা রয়েছে এই দুই ব্যবসায়ীর, সব মিলিয়ে নমিতা এই ব্যবসায় কোনও অর্থ বিনিয়োগ করার পক্ষপাতী ছিলেন না।