মা হতে চলেছেন ‘বরফি’ খ্যাত অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। 'অবিবাহিত' নায়িকার মা হওয়ার খবরে চমকে গিয়েছেন অনেকেই। মাতৃত্বের স্বাদ ভরপুর নিচ্ছেন ইলিয়ানা। অন্তঃসত্ত্বা অবস্থার প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন। বেবি বাম্পের নতুন ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন ইলিয়ানা। কালো ক্রপ টপের সঙ্গে টাইট ফিট প্যান্ট পরে দেখা গিয়েছে নায়িকাকে।
ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি শেয়ার করে মজার ক্যাপশন দিয়েছেন ইলিয়ানা। একটি ছবিতে সামনে থেকে বেবি বাম্প নিয়ে মিরর সেলফি তুলেছেন। দ্বিতীয় ছবিতে বেবি বাম্পের ছবি পাশ থেকে দেখাচ্ছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘পুরোটাই অ্যাঙ্গেলের ব্যাপার (হাসির ইমোজি)’। ছবিতে বাথরুমের ভিতরে বিশাল আয়নার সামনে পোজ দিয়েছেন তিনি। এলোমেলো চুল খোপা করে বাঁধা তাঁর। বিনা মেকআপে ধরা দিয়েছেন।
আরও পড়ুন: ৬০-এ জীবনের দ্বিতীয় ইনিংস খেলতে নামলেন আশিস, স্ত্রী রূপালির পরিচয় জেনে নিন
গত ডিসেম্বরে ঘোষণা মা হওয়ার কথা ঘোষণা করেছেন ইলিয়ানা ডিক্রুজ। এর আগেও বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন তিনি। উল্লেখ্য, ইনস্টাগ্রামে দু'টি ছবি পোস্ট করে প্রথম সন্তানের আগমন বার্তা জানিয়েছিলেন এই সুন্দরী। প্রথমটিতে ছিল সদ্যোজাতের সাদাকালো পোশাকের একটি ছবি, তার উপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু’। অন্যদিকে ‘Mama’ লেখা একটি লকেটের ছবি পোস্ট করেন ইলিয়ানা। ছবির বিবরণীতে লেখেন, ‘সে খুব জলদি আসছে। আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করতে আর তর সইছে না'।
দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিল ইলিয়ানা। জানা যায়, গোপনে বিয়েও করেছিলেন দুজনে। তবে ২০১৯ সালে এই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। পথ আলাদা হয় দুজনের। এরপর গত বছর ইলিয়ানার প্রেম জীবন নিয়ে নতুন জল্পনা উস্কায়।
জানা গিয়েছে, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর বন্ধু এবং পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। যা জুটির প্রেমের জল্পনাকে উস্কে দেয়। ক্যাটরিনার ভাই লন্ডনে থাকেন, পেশায় মডেল। ‘ভিক্যাট’-এর বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়ানা।
একটা সময় বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করেছেন ইলিয়ানা। রণবীর কাপুর থেকে শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, অজয় দেবগন-সহ একাধিক বলিউড তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। শেষবার অভিষেক বচ্চনের ওটিটি ফিল্ম ‘বিগ বুল’-এ দেখা মিলেছে নায়িকার। এরপর দীর্ঘদিন রুপোলি পর্দায় দেখা মেলেনি ইলিয়ানার। আপাতত রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে।