বর্তমানে মাতৃত্বকে পুরোদমে উপভোগ করছেন ইলিয়ান ইলিয়ানা ডিক্রুজ। যদিও ইতিমধ্যেই কাজে ফিরেছেন তিনি। ছেলের জন্মের পর একটি ছবিও মুক্তি পেয়ে গিয়েছে তাঁর। তবুও অভিনেত্রী জীবনের অনেকটা সময়ই এখন তাঁর সন্তান কোয়া ফোনিক্স দোলানের সঙ্গেই কাটছে। আর এদিন এই খুদে এক বছর পূর্ণ করল। আর সেই উপলক্ষ্যে একটি আদুরে ছবি পোস্ট করলেন ইলিয়ানা। সঙ্গে লিখলেন আদুরে বার্তাও।
আরও পড়ুন: টেলর সুইফটের কনসার্টেই প্রেমের গুঞ্জনে সিলমোহর! শাড়ি পরে আদিত্যর বাহুলগ্না হয়ে ধরা দিলেন অনুষা
ছেলের জন্মদিনে কী লিখলেন ইলিয়ানা?
এদিন ইলিয়ানা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ছেলের জন্মের সময়ের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে কোয়া তাঁর বুকের উপর শুয়ে আছে। এই ছবির সঙ্গে তিনি একটি ইভিল আই ইমোজি সহ একটি ইমোশনাল ইমোজি পোস্ট করেন। সঙ্গে বাদ দেন না তারার একটি ইমোজি দিতেও। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'একটা গোটা বছর আগে...'
আরও পড়ুন: মায়ের কথা রাখতেই বেশি বয়সে দাদার বিয়ে দিলেন অপরাজিতা, কারণ হিসেবে বললেন...
প্রসঙ্গত ২০২৩ সালের ১ অগস্ট জন্মগ্রহণ করে কোয়া ফোনিক্স দোলান। গত মাসেও ইলিয়ানা তাঁর ছেলের একটি ছবি পোস্ট ক্রোয়েছিলেন যেখানে তাকে ঘাসের উপর বসে খেলতে দেখা যাচ্ছে। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন 'গ্রীষ্মের সুন্দর স্বপ্ন।' অনেকেই তাঁর এই পোস্টে খুদের জন্য ভালোবাসা জানিয়েছিলেন। বাদ যাননি বলিউড তারকারাও। মালাইকা আরোরা, নেহা ধুপিয়া সহ অনেকেই মন্তব্য করেছিলেন ইলিয়ানার পোস্টে।
আরও পড়ুন: 'একটা সময় এমন এসেছিল যখন আমি সম্পূর্ণ একা হয়ে...' বিগ বস OTT ৩ জয়, তবুও কেন এমনটা বললেন সানা?
প্রসঙ্গত গত বছর শুরুর দিকে ইলিয়ানা ডিক্রুজ তাঁর সন্তান আসার খবর ঘোষণা করেন। সেই সন্তানের পিতৃপরিচয় না জানিয়েই। তারপরই শুরু হয়ে যায় হইচই। যদিও পরবর্তীতে তিনি তাঁর প্রেমিকের সঙ্গে আলাপ করান। ইলিয়ানাকে শেষবার দো অউর দো পেয়ার ছবিতে দেখা গিয়েছিল। ১৯ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি। সেখানে তাঁর সঙ্গে বিদ্যা বালান, প্রতীক গান্ধী, প্রমুখ ছিলেন।