বাংলা নিউজ > বায়োস্কোপ > 'তোর হচ্ছে দাঁড়া!' কপিল শর্মার টুইটে অক্ষয়ের জবাব, হেসে গড়াগড়ি নেটদুনিয়ার

'তোর হচ্ছে দাঁড়া!' কপিল শর্মার টুইটে অক্ষয়ের জবাব, হেসে গড়াগড়ি নেটদুনিয়ার

এবার কপিলের 'ব্যবস্থা' করবেন অক্ষয়। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)

মুক্তি পেয়েছে 'বেল বটম' এর ট্রেলার। শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন জনপ্রিয় কৌতুক-অভিনেতা কপিল শর্মা। তাঁর সেই টুইট রিটুইট করে পাল্টা জবাব দিয়েছেন অক্ষয় কুমার, যা দেখে হেসে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।

অবশেষে বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'বেল বটম'।করোনা কাঁটা পেরিয়ে অক্ষয় কুমার অভিনীত এই ছবি আগামী ১৯শে অগস্ট 2D-র পাশাপাশি 3D-তেও মুক্তি পাবে। ছবিতে 'খিলাড়ি'-র বিপরীতে দেখা যাবে বাণী কাপুরকে।একজন ‘র’ এজেন্টের ভূমিকায় দেখা যাবে এই বলি-নায়ককে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।অ্যাকশন ভরপুর সেই ট্রেলারে নিজের অতিপরিচিত স্টাইলেই দর্শকদের সামনে হাজির হয়েছেন অক্ষয়।

গত বুধবার মুক্তি পেয়েছে 'বেল বটম' এর ট্রেলার। সেদিনই ছবির উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন জনপ্রিয় কৌতুক-অভিনেতা কপিল শর্মা। নিজের সেই টুইটে ছবির ট্রেলারের প্রশংসাও করেছেন কপিল। তবে এরপর যা হলো তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না এই বিখ্যাত বলি-ব্যক্তিত্ব। কপিলের সেই টুইট রিটুইট করে পাল্টা জবাব দিয়েছেন 'খিলাড়ি কুমার'। তবে কোনও ধন্যবাদ কিন্তু জানাননি অক্ষয়। উল্টে কপিলের উদ্দেশে তাঁর 'হুমকি','যেইমাত্র শুনলি যে এই ছবির প্রচারের জন্য তোর শোয়ে আসব, তখনই তোর মনে পড়ল ছবির জন্য শুভেচ্ছা পাঠানোর কথা! আগে তো জানাসনি। দাঁড়া তোর ব্যবস্থা করছি!'

অক্ষয়ের এই মজাদার টুইট দেখে ইতিমধ্যেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। পাশাপাশি এই টুইট থেকেও জানা গেল 'বেল বটম' ছবির প্রচারের জন্য 'দ্য কপিল শর্মা শো'-এ হাজির হবেন অক্ষয়। অন্যদিকে, এর আগেও নেটমাধ্যমে অক্ষয়-কপিলের খুনসুটিতে মজেছে নেটিজেনরা। এই দুই তারকার সম্পর্ক যে অত্যন্ত ঘনিষ্ঠ তা করোও অজানা নয়।নেটমাধ্যম থেকে ছোটপর্দার কপিলের জনপ্রিয় কমেডি শোয়ে এসে তাঁকে একাধিকবার নাস্তানাবুদ করেছেন 'খিলাড়ি'. এবার ফের একবার কপিলের কী 'ব্যবস্থা' করেন অক্ষয় তা দেখার জন্যেই উদগ্রীব দর্শকরা।

অক্ষয়ের এই মজাদার টুইট দেখে ইতিমধ্যেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। পাশাপাশি এই টুইট থেকেও জানা গেল 'বেল বটম' ছবির প্রচারের জন্য 'দ্য কপিল শর্মা শো'-এ হাজির হবেন অক্ষয়। অন্যদিকে, এর আগেও নেটমাধ্যমে অক্ষয়-কপিলের খুনসুটিতে মজেছে নেটিজেনরা। এই দুই তারকার সম্পর্ক যে অত্যন্ত ঘনিষ্ঠ তা করোও অজানা নয়।নেটমাধ্যম থেকে ছোটপর্দার কপিলের জনপ্রিয় কমেডি শোয়ে এসে তাঁকে একাধিকবার নাস্তানাবুদ করেছেন 'খিলাড়ি'. এবার ফের একবার কপিলের কী 'ব্যবস্থা' করেন অক্ষয় তা দেখার জন্যেই উদগ্রীব দর্শকরা।

|#+|

 

বন্ধ করুন