ইমন চক্রবর্তী গানের জন্য যেমন খ্যাতি পেয়েছেন, তেমনি তিনি তাঁর কথার জন্য বারবার সমাদৃত হয়েছেন। ভাইরাল হয়েছেন। এদিনও তেমন ভাবেই ভাইরাল হয় তাঁর বলা কিছু কথা। সেখানেই তিনি সকলের উদ্দেশ্যে বললেন নিজেদের সিরিয়াসলি না নিতে। কিন্তু কেন?
কী বলেছেন ইমন?
জীবনে আমরা অনেক সময়ই অনেক ভুল করি। প্রথমে না বুঝলেও তখন বুঝি। আর সেই ভুল করতে গিয়েও অনেক সময় আরও বিপদে পড়ি। বা অবসাদ যখন গ্রাস করে তখন কী হয়, কী করা উচিত সেটা নিয়েই এদিন কথা বললেন ইমন।
ইমন চক্রবর্তী এদিন সোল কানেকশন পডকাস্ট শোতে বলেন, 'যখন কেউ অন্ধকারে ঢুকতে থাকে ঢুকতে থাকে, অন্ধকার একটা নেশার মতো জানো তো। মানে তুমি কিন্তু জানো যে আলোটা আছে। কিন্তু যখন একবার অন্ধকারটায় ঢুকতে শুরু করবে না.... কেউ যেন না ঢোকে এটার মধ্যে প্রার্থনা করব। কিন্তু যারা ঢুকেছে একবার, তারা বারবার ঢুকতে থাকে। এবং সেটা ভীষণ কষ্টের খুব সাফোকেটিং। তখন মনে হয় বুকের মধ্যে পাথর চাপা দেওয়া আছে। তখন পাথরটা কে সরাবে? সবার আগে তোমাকেই সরাতে হবে। তবে তো তুমি অন্যের কাছে যাবে। তবে তো অন্যের থেকে সাহায্য চাইতে পারবে। আগে তো তোমায় উঠতে হবে। সকালটা তো শুরু করতে হবে। ওই সকাল শুরু করাটা মাঝে মাঝে কঠিন হয়ে যায়।'
তিনি এদিন আরও বলেন, 'একবার যখন কাজটা শুরু হয়ে যায় তখন সেটা চলতে থাকে। রেলগাড়ির চাকা একবার গড়ালে গড়াতে থাকে। তো শুরু হওয়াটা জরুরি। নিজেকে ওই ধাক্কা দেওয়াটা জরুরি। তার জন্য একটা সাত্ত্বিক জীবন, ডিসিপ্লিন্ড জীবন থাকা খুব জরুরি। যে আমি এটা এটা করব, এটা এটা আমার জন্য খারাপ। করব না। বাদ দিয়ে দাও।'
আরও পড়ুন: লাভিয়াপ্পার প্রিমিয়ারে বহুমূল্য হীরে বসানো ঘড়ি পরে হাজির সলমন! দাম কত জানেন?
তুমি অন্য কারও সঙ্গে বেঁধ ঘর গায়িকার মত, '৪০ বছরের জীবন ধরো, তার মধ্যে শুরুর ১০-১৫ বছর সেরা জীবন। তারপরে তুমি যেই নিজের পাকামি করতে শুরু করলে, নিজে বুঝতে শুরু করলে যে এটা আমার জন্য ভালো, একটা সময়ের পর বুঝবে ওটা একদম খারাপ তোমার জন্য। তো তাই তোমার যদি কোনও বিশ্বাসের জায়গা থাকে তার উপর ছেড়ে দিয়ে রিল্যাক্স থাকো। নিজেকে সিরিয়াসলি নিও না। বি কুল, আনন্দে থাকো।'