বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘উনি কী করে জানলেন আমি রূপঙ্করদার পাশে নেই?', নচিকেতার মন্তব্যের পালটা ইমন

‘উনি কী করে জানলেন আমি রূপঙ্করদার পাশে নেই?', নচিকেতার মন্তব্যের পালটা ইমন

নচিকেতার মন্তব্যের পালটা জবাব দিলেন ইমন

ইমন জানিয়েছেন, তিনি রূপঙ্করের পাশেই আছে, তবে তাঁর মন্তব্যকে সমর্থন জানাতে পারছেন না। 

গায়ক রূপঙ্কর বাগচীর ভিডিয়ো ঘিরে নেটদুনিয়ায় চর্চার শেষ নেই। ভিডিয়োতে কেকে-র সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে বাংলার একাধিক শিল্পীর নাম উল্লেখ করেছিলেন তিনি। যে বাঙালি শিল্পীদের নাম ভিডিয়োতে রূপঙ্কর নিয়েছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম আরও অনেকে।

রূপঙ্ককের মন্তব্য নিয়ে মুখ খুলেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। তাঁর মন্তব্য, রূপঙ্কর যাদের হয়ে কথাটা বলল, আজ তারাই ওর পাশে নেই! এই বিষয়টাকে ভালো চোখে দেখেননি তিনি। সাফ বলেছেন, ‘রাঘব, ইমনদের তো ওর পাশে দাঁড়ানো উচিত ছিল।' আরও পড়ুন: অভিমানের জায়গা থেকে এ সব বলেছেন! ‘আমি রূপঙ্করের পাশে আছি’, বললেন নচিকেতা

নচিকেতার মন্তব্যের পালটা উত্তর দিয়েছেন ইমন। এক সংবাদমাধ্য়মকে তিনি বলেছেন, ‘উনি কী করে জানলেন যে আমি রূপঙ্করদার পাশে নেই? আমি কি তা এক বারও বলেছি?' গায়িক বলেন, লাইভটার করার একটাই কারণ, তিনি শুধুমাত্র নিজের অবস্থান, মতামত জানাতে চেয়েছিলেন। তাঁর নাম উঠে না এলে হয়তো তিনি এটুকুও বলতেন না। আরও পড়ুন: রূপঙ্করের মন্তব্যে বিব্রত, শিল্পীর উপার্জন-জনপ্রিয়তা নিয়ে কটাক্ষ মানতে নারাজ ইমন

ইমন জানিয়েছেন, লাইভে রূপঙ্কর যে তাঁর নাম নিয়েছেন, সেইটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার। ফেসবুক লাইভে এসে তিনি বলেন, রূপঙ্করের বড় ভক্ত তিনি। একইসঙ্গে গায়ককে খুব সম্মান করেন। কিন্তু তাঁর মন্তব্যের সঙ্গে সহমত নন গায়িকা। ইমনের কথায়, ‘আমার নাম রূপঙ্কদার বক্তব্যে জড়িয়েছে ঠিকই। অনেক সময় আমি অনেক বক্তব্যে সহমত জানাই। তবে এবার আমার সুনাম করলেও আমি তোমাকে সমর্থন করতে পারছি না। কারণ কেকে-এর মতো একজন সঙ্গীতশিল্পীকে দেখতে ভিড় উপচে পড়বে সেটাই তো স্বাভাবিক।'

বন্ধ করুন