টলিউডে বিয়ের মরশুম। গত ২ ফেব্রুয়ারি আইনি মতে বিয়ে সারেন মিউজিকাল জুটি ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ। ঠিক একদিন পর সমাজিক রীতি মেনে বিয়ে এবং রিসেপশন অনুষ্ঠান সারেন নবদম্পতি। নতুন জীবনে পথ চলা শুরু করেন দুজনে।
ইমনের বিয়েতে বসেছিল চাঁদের হাট। উপস্থিত হয়েছিলেন টলিপাড়ার একঝাঁক তারকা। তবে মিউজিকাল জুটির বিয়ে বলে কথা। বিয়েতে গানের তালে নাচবেন না, তাই কখনও হয় নাকি! নববধূ গায়িকা ইমনকে দেখা গেল, লাল বেনারসীতে বিয়ের সাজে একাধিক গানে নাচতে। সঙ্গে বিয়েতে উপস্থিত আমন্ত্রিতদেরও নাচতে দেখা যায়। প্রথমেই ভাইরাল গান ‘টুম্পা সোনা’-তে কোমর দোলাতে দেখা যায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকাকে। এরপর সিধুর সঙ্গে ‘রঙ্গবতী’ গানের তালে মশগুল হতে যায় ইমনকে।
যদিও নতুন বরকে নাচের সময় খুঁজে পাওয়া যায়নি কোথাও। তবে একের পর এক ভাইরাল গানে নাচে ব্যস্ত নববধূ নজর কেড়েছে সকলের। ইমনকে অবশ্য এইভাবে দেখে ভক্তরা বেশ খুশিই হয়েছেন। প্রিয় গায়িকার বিয়ে বলে কথা, ভক্তদের নাচের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত হওয়াটাই স্বাভাবিক।