বাংলা নিউজ > বায়োস্কোপ > Iman Chakraborty: কাশ্মীরে গিয়ে ঘোড়া চড়ে সমালোচনায় ইমন-নীলাঞ্জনা, কী জবাব দিলেন গায়িকা?

Iman Chakraborty: কাশ্মীরে গিয়ে ঘোড়া চড়ে সমালোচনায় ইমন-নীলাঞ্জনা, কী জবাব দিলেন গায়িকা?

কাশ্মীরে ঘোড়া চড়ে সমালোচনায় ইমন।

ছবি শেয়ার করলেন ইমন পাহাড়ের দেশ থেকে। চারদিকে সবুজে ঢাকা। মুখে এক গাল হাসি। জন্মদিন উপলক্ষে কাশ্মীরে গিয়েছেন ইমন। 

আরজি কর নিয়ে বারংবার ট্রোল হয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। নিজের সপক্ষে জবাবও দিয়েছেন তিনি যথেষ্ট। তবে তাতে অবশ্য, কটাক্ষকারীদেরথামাতে পারেননি। এবারে আরজি কর নিয়ে মন খারাপের কারণে সেভাবে নিজের জন্মদিনও পালন করেননি গায়িকা। তবে বর নীলাঞ্জনকে নিয়ে চলে গিয়েছেন ঘুরতে।

ছবি শেয়ার করলেন ইমন পাহাড়ের দেশ থেকে। চারদিকে সবুজে ঢাকা। মুখে এক গাল হাসি। সঙ্গে কখনো ঘোড়া, কখনো আবার খরগোশ। ক্যাপশনে লিখেছেন, ‘জীবনসঙ্গীর সঙ্গে পহেলগাও তে। সেরা কম্বিনেশন। ধন্যবাদ নীলাঞ্জন এত ভালো একটা উপহার দেওয়ার জন্য। আমি তোমাকে ভালোবাসি।’

আরও পড়ুন: দেখেই খুলে ফেললেন গায়ের কোট…! বিতর্ক অতীত, পার্টিতে রণজয়-শ্যামৌপ্তি একসঙ্গে, প্রেমে কি পড়বে শিলমোহর?

তবে এখানেও বাঁচতে পারলেন না সমালোচনার হাত থেকে। ঘোড়ার সঙ্গে ইমনকে দেখে এক নেটিজেন মন্তব্য করেন, ‘দয়া করে ঘোড়ায় উঠো না দিদি। এটা পশুদের উপর অত্যাচার। আমি জানি তুমি কুকুর ভালোবাসো… ঘোড়াও তো একটা পশু। তুমিও যদি ঘোড়ায় চড়ো তাহলে বাদবাকিদের কীভাবে না করব বলো তো।’

আরও পড়ুন: মল্লিক বাড়িতে ঠাকুর দেখতে যান? আরজি কর আবহে হঠাৎ সিদ্ধান্ত বদল, যা বললেন কোয়েল

এর জবাবে ইমন লিখলেন, ‘কিছু জায়গা ঘোড়া ছাড়া যাওয়া সম্ভব নয়। আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে হাঁটতে হয়েছে। দুটো ঘোড়াই অবশ্য খুব ভালোবেসেছিল আমাদের। আসার সময় অনেক আদর করে এসেছি।’

কদিন আগে ইমন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বিচারও চাই, উৎসবও চাই। ঢাকি থেকে ফুচকাওয়ালা, সবার মুখে হাসি চাই।’ আর গায়িকার এই পোস্ট আসতেই শুরু হয় ট্রোল। যাতে একজন মন্তব্য করেছিলেন, ‘নির্যাতিতার বাবা-মায়ের মুখে কীভাবে হাসি ফুটবে সেটা ভেবেছেন?’ 

আরও পড়ুন: ‘এমন মুখ্যমন্ত্রী যে সত্যিই মানুষের পাশে দাঁড়ায়…’! মমতা-ডাক্তার বৈঠক শেষ হতেই দিদির প্রশংসায় টুইট দেবের

আরেকজন আবার লিখেছিলেন, ‘আবার সেই দু নৌকায় পা রেখে পোষ্ট। এইসবের জন্যই আপনারা কিছু শিল্পী আছেন যারা মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছেন’।

এখানেই শেষ নয়, ইমন যখন রাত দখলের ডাক দিয়েছিলেন ১৪ অগস্ট রাতে। তখনও ইমনকে ট্রোল করতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর তোলা একটি ছবিকে বিকৃত করা হয়। ইমনের মুখে জোকারের ছবি বসানো হয়েছিল। তখনো প্রতিবাদ করেছিলেন তিনি। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.