বাংলা নিউজ > বায়োস্কোপ > Iman Chakraborty Trolling: ‘দেবী দুর্গাকে অন্তত শান্তি দিন’, রক স্টাইলে ‘অয়িগিরি নন্দিনী’ গেয়ে ট্রোলড ইমন

Iman Chakraborty Trolling: ‘দেবী দুর্গাকে অন্তত শান্তি দিন’, রক স্টাইলে ‘অয়িগিরি নন্দিনী’ গেয়ে ট্রোলড ইমন

অয়িগিরি নন্দিনী গেয়ে ট্রোলের মুখে ইমন। 

ইমন চক্রবর্তীর লাইভ শো-তে ‘অয়িগিরি নন্দিনী’ গাওয়ার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রক স্টাইলে এই গান গাওয়ার জন্য হল একাধিক কটাক্ষ। 

দুর্গা পুজো কখনোই হিন্দু বিশেষ করে কলকাতার মানুষদের কাছে শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, একটা আবেগ। যে আবেগে গা ভাসিয়ে চারদিন কাটায় বাঙালি। ঘোরে প্যান্ডেলে-প্যান্ডেলে, বন্ধুদের সঙ্গে চলে দেদার আড্ডা, অষ্টমীর সকালে শাড়ি-পঞ্জাবিতে অঞ্জলি, পাড়ায় লাইন দিয়ে ভোগ খাওয়া, দশমীতে মাকে বরণ করে বিদায় জানানো। বরাবরই আসলে দেবী দুর্গা ঠাকুরের থেকে ঘরের মেয়ে বেশি। উমার আসা নিয়ে মাসকয়েক আগে থেকেই চলে প্ল্যানিং, আর যখন সে বাপেরবাড়ি থেকে চলে যায় শ্বশুরবাড়ি, তখন চোখ জলে ভরে ওঠে। আর তাই তো ইমনের রক স্টাইলে গাওয়া দুর্গা স্তোত্র সেই ইমশনেই আঘাত হানল। ফলে নেটপাড়া জমিয়ে করল কটাক্ষ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ‘অয়িগিরি নন্দিনী’ গাইছেন টলিউডের এইসময়ের জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। তবে যেখানে কেউ কেউ বেশ উপভোগ করেছে ইমনের এই গান। তবে অধিকাংশেরই পছন্দ হয়নি এই গানকে এভাবে রক স্টাইলে পরিবেশন করাকে।

একজন লিখলেন, ‘গান আপনি ভালোই করেন। তাই বলে দুর্গাস্তব রক স্টাইলে???’ অপরজন লিখলেন, ‘আপনি দেবী দুর্গাকে অন্তত ছেড়ে দিন! এই গানের সঙ্গে জড়িয়ে থাকা ভক্তিকে অন্তত অটুট থাকতে দিন।’ এক জনৈক লিখলেন, ‘সংস্কৃত উচ্চারণের পিণ্ডি চটকে দিয়েছে। তারপর এই সুর…’। কমেন্ট পড়ল, ‘সব গান কী রক স্টাইল এ চলে? অন্তত এই গানটা তো কোনভাবেই না, গানটির মান নষ্ট করবেন না দয়া করে।’

২০১৬ সালে 'প্রাক্তন'-এর 'তুমি যাকে ভালোবাসো'-র হাত ধরে জনপ্রিয়তা পান ইমন। এই গানের সুবাদেই তাঁর ঝুলিতে আসে জাতীয় সম্মান। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একাধিক হিট গান জুড়ে যায় তালিকায়। আপাতত জি বাংলার 'সা রে গা মা পা'-তে দেখা যাচ্ছে ইমনকে। প্রতিযোগীদের শিখিয়ে পড়িয়ে নেওয়ার দায়িত্ব তাঁর উপর। ইমনের স্টেজ শো-তে ভিড়ও থাকে দেখার মতো। তবে ট্রোলারদের হাত থেকে যেন নিস্তার নেই তাঁর!

 

বন্ধ করুন