জমে উঠেছে এবারের সারেগামাপা। সম্প্রতি এই রিয়েলিটি শোতে লোক সঙ্গীত বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়ে গেল। সেখানেই তিথি আল্লাহ মেঘ দে পানি দে গানটি গেয়ে শোনান। তারপরই প্রতিযোগীর ভুল ধরাতে হয়ে নিজেই ভুল করে ফেলেন ইমন চক্রবর্তী। হন কটাক্ষের শিকার।
কী ঘটেছে?
এদিন ইমন চক্রবর্তী নিজেই এই লোক সঙ্গীত বিশেষ পর্বের একটি ঝলক প্রকাশ্যে আনেন। সেখানে দেখা যাচ্ছে তিনি আল্লাহ মেঘ দে গানটি গাইছেন। সেখানে তিনি গান, 'বেলা দ্বিপ্রহর, ধুধু বালুচর, ধুপেতে কলিজা ফাটে, তিয়াসে কাতর।' এরপর গোটা গান গেয়ে তিনি প্রতিযোগীর ভুল ধরিয়ে বলেন, 'এই আর্তিটা একটু কম পেয়েছি। নইলে এমনিতে কিন্তু খুব ভালো গেয়েছিস তুই। খুবই ভালো হয়েছে বাবা।' গায়িকা যেখানে তিয়াসে বলেছেন, সেটা আসলে পিয়াসে হবে। আর এই ভুল নেটিজেনদের মোটেই চোখ এড়িয়ে যায়নি। ফলে ইমনকে পড়তে হয়েছে চরম কটাক্ষের মুখে।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'লোক গানের ফিল নাই একটুও। সঠিক উচ্চারনও হয় নাই। যা পারেন না তা নিয়ে ভাব নেয়া বন্ধ করুন প্লিজ। অওকাদের বাইরে যাওয়ার দরকার কি?' আরেকজন লেখেন, 'গানের কথা শুরুতেই ভুল হল, ধুপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর , তিয়াসে নয়।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আগে উচ্চারণ ঠিক করে গান গাওয়ার চর্চা করা উচিত।' কেউ কেউ আবার যদিও গায়িকার প্রশংসাও করেছেন। এক ব্যক্তি লেখেন, 'খুব ভালো হয়েছে গানটা, ইমনের গলায় তো লোকগান তো খুবই ভালো লাগে, কিছু কিছু মানুষের অনেক বাজে কমেন্ট করে থাকে যে ভালো সে তো ভালোই হয়।'
আরও পড়ুন: ইকলাখের খোলস ছেড়ে দেব এবার ‘শ্যাম’! দীপাবলির শুভেচ্ছা জানিয়ে খাদানের কোন আপডেট দিলেন?
আরও পড়ুন: খিচুড়ি গল্পে মাধুরী-বিদ্যার নাচ, কার্তিকের কমেডি যেন সুস্বাদু লাবড়া! কেমন হল ভুল ভুলাইয়া ৩?
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।