মাত্র কটাদিন আগেই বাংলা গান শুনব না বলায় শ্রোতাকে কড়া জবাব দিয়ে রীতিমত ভাইরাল হন ইমন। তাঁকে সমর্থন করেন বহু মানুষ কেউ কেউ আবার ক্ষেপেও গিয়েছিলেন। কিন্তু এদিন তিনি ব্রায়ান অ্যাডামসের কনসার্টে যেতেই তাঁকে পড়তে হল তুমুল সমালোচনার মুখে।
আরও পড়ুন: হাত জোড় করে ভক্তের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ, ধরলেন কানও! কী হল হঠাৎ?
কী ঘটেছে?
কিছুদিন আগে রাজারহাটের একটি কনসার্টে এক শ্রোতা ইমন চক্রবর্তীকে বলেন বাংলা গান না গাইতে। জবাবে গায়িকা কড়া জবাব দিয়ে বলেন, 'জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না, এটা অন্য কোন জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবেনা বলছ? ফালতু জিনিস করবে না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, ইংরেজি গান শোনো বাড়িতে। কিন্তু তোমার সাহস হল কী করে আমায় বাংলা গান গাইতে না বলতে? সাহস কে দিল? এই ভন্ডামিগুলো করো না। সাহস থাকলে স্টেজে এসো। বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় রোজগার করছ এদিকে বাংলা গান শুনবে না বলছ!' তাঁর এই কথা, ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। কিন্তু সেই ঘটনার কিছু দিন যেতে না যেতেই ৮ ডিসেম্বর ব্রায়ান অ্যাডামসের কলকাতা কনসার্টের সাক্ষী থাকতে যান ইমন চক্রবর্তী। সেখানে তাঁকে রক সম্রাটের গানের সুরে নাচতে দেখা যায়। আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তাঁকে রীতিমত কটাক্ষ করা হল।
কী বলছেন নেটিজেনরা?
এক ব্যক্তি লেখেন, 'বাংলা গানে কোমর দোলে না তার জন্য ইংলিশ লাগে। আর হিন্দি গান করতে বললে আপনার ইজ্জতে লাগে। ব্রায়ানদা কেমন গাইলেন? এটা কি পরান যায় জ্বলিয়া গাইছেন?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'কোথায় গেল আপনার প্রতিবাদ? লোককে জ্ঞান দেওয়ার বেলায় আছেন। এদিকে নিজেই...' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কী হল ব্রায়ান অ্যাডামসকে বলুন বাংলা গান শোনাতে। নইলে বলুন চুলের মুঠি ধরে বের করে দেব।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'কী ভাগ্যিস ওখানে গিয়ে ব্রায়ান অ্যাডামসকে বাংলা গান শোনাতে বলেননি!'
ইমনকে সমর্থন পিয়ার
এদিন ইমন চক্রবর্তীকে সমর্থন করেন পিয়া চক্রবর্তী। ইমন যে সেদিন এটা বোঝাতে চেয়েছেন যে তিনি বাঙালি, বাংলার শিল্পী তাই তাঁকে গান গাওয়ার জন্য ডাকলে তিনি বাংলা গান শোনাবেন সেটা স্বাভাবিক সেটাই মনে করিয়ে দিলেন পরমব্রতর বেটার হাফ। এদিন পিয়া লেখেন, 'সবাই এত নিম্নরুচির কেন? ইমনকে অনুষ্ঠানে আনলে বাংলা শুনতেই হবে কারণ ও বাংলার শিল্পী। বাংলার শিল্পী, বাঙালি শিকপুঁজে বাংলা গান বা করতে বলা অপমান নয়, বোকামি। আর ব্রায়ান অ্যাডামসের গান মানুষ ইংরেজি গান শুনবেন বলেই যান।'
আরও পড়ুন: ডিভোর্সের বছর ঘুরতেই নতুন জীবনসঙ্গী খুঁজছেন জিতু? কী কী গুণ থাকতে হবে সঙ্গীর?
আরও পড়ুন: বাবাকে নিয়ে মজা! রাগ করে রিয়েলিটি শোয়ের মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন অভিষেক, তারপর...
কেবল পিয়া নন, আরও অনেকেই ইমনকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, 'বাঙালিরাই যদি বাঙালিদের কথার মানে না বুঝি তাহলে অন্যেরা তো আমাদের সুযোগ নেবেই।' আরেকজন লেখেন, 'কমেন্ট সেকশনটা অশিক্ষিততে ভর্তি, ইমন একবারও বলেননি যে বাংলা ছাড়া অন্য কোনও ভাষার গান শোনা বা গাওয়া যাবে না। শুধু নিজের মাতৃভাষার সম্মান করেছেন যখন বাংলায় দাঁড়িয়ে একজন বাঙালি শিল্পীকে বাংলা ভাষায় গান গাইতে বারণ করা হয়, সেটা খুবই লজ্জাজনক।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'পশ্চিম বাংলায় শিক্ষিত অমানুষদের কমেন্টগুলো শুধু দেখছি।'