সারেগামাপা-র অন্যতম খিটখিটে বিচারক ইন্দ্রদীপ দাশগুপ্ত। পান থেকে চুন খসলেই প্রতিযোগিদের বকাঝকা করেন, সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোলডও হন ইন্দ্রদীপ। সেই নিয়ে অবশ্য ভাবিত নন তিনি। শুক্রবার, ১৭ই জানুয়ারি নিজের জন্মদিন উদযাপন করছেন ‘বিসমিল্লাহ’ পরিচালক তথা সুরকার।
এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন শিল্পী। সকাল সকাল টলিউডের বন্ধুদের নিয়ে পার্কস্ট্রিটের এক রেস্তোরাঁয় গিয়ে কেক কেটেছেন, সেরেছেন ইংলিশ ব্রেকফাস্ট। ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, মহেন্দ্র সোনিরা। ইন্দ্রদীপের জন্মদিনে শহরে নেই ইমন, তবে সোশ্যালে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন গায়িকা। সারেগামাপা-র সেটের কিছু মজার মুহূর্ত তুলে ধরেছেন ইনস্টায়। কোথাউ মুড়ি খেতে ব্যস্ত ইন্দ্রদীপ, কখনও আবার অনীককে কোলে নিয়ে বসে আছেন।
ইন্দ্রদীপের জন্মদিনে বিরাট আক্ষেপও রয়েছে ইমনের। শহরে না থাকায় কোনও আয়োজনই তিনি করতে পারেননি। অথচ ইমনের জন্মদিনে সেটের সকলকে খাইয়েছিলেন ইন্দ্রদীপ। ইমনকে জানাতে বলেন, ‘সবাইকে নিমন্ত্রণ করে বল, বাবার বাড়ি থেকে খাবার আসবে’। হ্যাঁ, ইন্দ্রদীপ দাশগুপ্ত ইমনের পিতৃতুল্য। ইমনকেও মেয়ের চোখেই দেখেন সুরকার। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকার ইমন বলেন, ‘পান থেকে চুন খুসলে বকেন, ধমকান। এই বকুনি ভালবাসা থেকেই আসে। সারা ক্ষণ বাবার মতো আগলে রাখেন।’
মানুষ ইন্দ্রদীপ আদপে কেমন? ইমনের কথায়, ‘মুখোশহীন, ভণিতাহীন এক মানুষ। যা মনে আসবে মুখের উপরে বলে দেবেন। ইন্দ্রদীপদা যে কী প্রচণ্ড রাগী, যিনি মিশেছেন তিনিই জানেন। অনেকে তার জন্য ভুলও বোঝেন ওঁকে’।
গানকেই জীবন সঁপেছেন ইন্দ্রদীপ, তবে আজকাল শরীরচর্চাতেও মগ্ন তিনি। ঝরিয়েছেন ৪৮ কেজি ওজন। ইমনের কথায়, ‘দাদা তো গানের বাইরে আর কারও প্রেমে পড়লেন না! এখন মনে হচ্ছে, নিজের প্রেমেই পড়েছেন।’
মাস কয়েক আগে সারেগামাপা-র মঞ্চে ইমন ফাঁস করেছিলেন, প্রথমদিন তাঁকে ঘাড়ধাক্কা দিয়ে স্টুডিও থেকে বার করে দিয়েছিলেন ইন্দ্রদীপ দাশুগপ্ত। ইমন বলেছিলেন, ‘স্টুডিও-তে রেকর্ডিং করতে গিয়েছিলাম, প্রথমদিন ঘাড়ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল লিটারেলি। কিন্তু তখন বুঝেছিলাম, ওই বকাটা যদি না পেতাম, যদি আমার ভুলটা কেউ ধরিয়ে না দিত, তাহলে নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ পেতাম না। ধন্যবাদ আইডি। আই লাভ ইউ সো মাচ’।