বাংলা নিউজ > বায়োস্কোপ > Iman Chakraborty: মমতার সঙ্গে ছবি পোস্ট করায় ‘চটিচাটা’, ‘চাকরি চোর’ তকমা,পালটা জবাব ইমনের

Iman Chakraborty: মমতার সঙ্গে ছবি পোস্ট করায় ‘চটিচাটা’, ‘চাকরি চোর’ তকমা,পালটা জবাব ইমনের

রূপঙ্কর-মমতার সঙ্গে ছবি নিয়ে নেটিজেনদের নিশানায় ইমন

Iman hits back at trolls: বিজয়া সম্মিলনীতে মমতার পাশে ইমন, প্রশ্নবাণে বিদ্ধ গায়িকা ধুয়ে দিলেন ট্রোলারদের। 

স্বস্তিকার পর এবার ইমন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করায় তুমুল কটাক্ষের শিকার জাতীয় পুরস্কার জয়ী গায়িকা। বুধবার ছিল রাজ্য সরকার আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। ইকো পার্কে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডে একঝাঁক তারকা। আমন্ত্রিত ছিলেন ইমনও। সেই অনুষ্ঠানে মমতার পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় ইমনকে। শুধু তাই নয়, রূপঙ্কর বাগচির সঙ্গেও একফ্রেমে বন্দি হন ইমন। দুই ছবি নিয়ে নেটিজেনরা কড়া আক্রমণ শানালো ইমনকে। বিদ্রুপের শিকার গায়িকা পালটা জবাবও দিলেন ফেসবুকে।

ইমন চক্রবর্তী একটা সময় ছিলেন এসএফআই-এর দাপুটে ছাত্রনেতা। রাজ্যের শাসকদলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গত কয়েকমাসে কারুর নজর এড়ায়নি। সেই নিয়ে বিস্তর প্রশ্নের মুখে আগেও পড়েছেন ইমন। এদিন গায়িকার পোস্টে তাঁর নামের পাশে ‘গিরগিটি’, ‘চটিচাটা’, ‘চাকরি চোর’-এর মতো তকমা সেঁটে দেওয়া হয়।

পাশাপাশি কেকে বিতর্কের সময় ইমন সরাসরি রূপঙ্কের পাশে দাঁড়াননি, খানিক গা বাঁচিয়ে চলেছিলেন। রূপঙ্করের বক্তব্যের বিরোধিতাও করেছিলেন প্রকাশ্যে। সেই ইস্যুতে পরবর্তীতে এক সাক্ষাৎকারে ইমনকে ‘ইনসিকিওরড’ বলে উল্লেখ করেছিলেন রূপঙ্কর। পালটা জবাবে ইমন বলেছিলেন, ‘রূপঙ্করদা যদি আমায় ইনসিকিওরড বলে থাকেন, তাহলে বোধহয় রূপঙ্করদা কোথাও গিয়ে নিজেকেও ইনসিকিওরড-ই ভাবছেন।’ স্পষ্টতই বোঝা গিয়েছিল কেকে বিতর্ক দূরত্ব তৈরি করেছে ইমন-রূপঙ্করের সম্পর্কে। অথচ এই দিন হাসিমুখে পোজ দিয়ে ছবি তুললেন। সেই নিয়েও কমচর্চা হল না নেটমাধ্যমে।

ইমনের পোস্টে রীতিমতো 'খাপ পঞ্চায়েত' বসিয়ে দিয়েছেন অনেকে। সেই নিয়ে সপাট জবাবও দিয়েছেন গায়িকা। তিনি ফেসবুকে লেখেন, '….একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছি, যে কিছু মানুষ খারাপ বলতেই জানেন। সোজা হাঁটলে বলবে বাঁকা যান আর বাঁকা গেলে তো কথাই নেই। ভালো-মন্দ, গান-বাজনা, রাজনীতি,খেলাধুলো, চাঁদে কী হচ্ছে, সমুদ্রের নীচে কী হচ্ছে, শাড়ি কেন পরলেন না, বরের সঙ্গে কেন ছবি দিলেন…… পাঁঠার মাসং কেন খেলেন? প্রাণী হত্যা মহাপাপ… আরও কতকিছু! কেন?

এরপর গায়িকার আরও সংযোজন, 'যারা এগুলো বলেন তাঁরা কী সব মেনে নিয়ে জীবন কাটাতে পারতেন? আমি বলছি পারতেন না। প্রত্যেকটা মানুষের নিজের বাঁচার স্বাধীনতা আছে। ঘৃণা ছড়াতে চাইলে ছড়ান কিন্তু তার দায় আপনার, আমাদের নয়। বিশ্বাস করুন, দিনের পর দিন এসব নিতে নিতে ঘরে অন্ধকারে আর বসে না থেকে আলোয় ভালোয় বাঁচতে শিখে গেছি। ভালো থাকুন, আনন্দে থাকুন আর পারলে একটু যোগ-ব্যায়াম করে নিন।’

বন্ধ করুন