বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ত্রাণ’ দেওয়ার নামে নিজের প্রচার চালাচ্ছেন, ট্রোলিংয়ের মুখে পড়ে সপাট জবাব ইমনের

‘ত্রাণ’ দেওয়ার নামে নিজের প্রচার চালাচ্ছেন, ট্রোলিংয়ের মুখে পড়ে সপাট জবাব ইমনের

ইমন (ছবি-ফেসবুক)

 ‘ভাল রাখাটা একটা আর্ট, ওটা সবাই পারে না’,লিখলেন ইমন চক্রবর্তী।

 

করোনা সংকট তো রয়েইছে, তার উপর আমফানের ধাক্কা কাটিয়ে উঠবার আগেই বাংলায় তাণ্ডব চালিয়েছে ইয়াস। সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখে হাজার হাজার মানুষ। চারিদিকে রক্ত সংকট, মিলছে না রোগীর জন্য প্রয়োজনীয় হাসপাতালের বেড থেকে ওষুধ। এই পরিস্থিতিতে নিজের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন টলি তারকারা। পিছিয়ে নেই ইমন চক্রবর্তীও। এই তো সেদিন নিজে রক্তদান করলেন। দুদিন আগেই হিঙ্গলগঞ্জের প্রায় ১৬০০ মানুষকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে এলেন নিজের হাতে। সেই ছবি ও ভিডিয়োও সোশ্যাল মিডিয়ার দেওয়ালে পোস্ট করেন ইমন। সকলকে এই প্রতিকূল পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আর বিপত্তি সেই পোস্ট ঘিরেই। 

ইমনের এই উদ্যোগের যেমন প্রশংসা করেছেন অনুরাগী থেকে সহ-শিল্পীরা। তেমনই কুরুচিকর ট্রোলিংয়ের মুখেও পড়তে হয়েছে তাঁকে। অনেকেই বলেছেন, ‘ত্রাণের নামে নিজের প্রচার চালাচ্ছেন ইমন’, কেউ কেউ কমেন্ট বক্সে ভোটে দাঁড়ানোর পরামর্শ পর্যন্ত দিয়েছেন। ধেয়ে এসেছে ব্যক্তিগত আক্রমণও, গোটা বিষয় নিয়ে এবার প্রতিবাদে সরব হলেন ইমন।

ফেসবুকে দীর্ঘ পোস্ট লিখে নিন্দুকদের যোগ্য জবাব দিয়েছেন। ইমন লেখেন- ‘আমি একজন সংগীতশিল্পী। গত ১ বছর ধরে হাতে গুনে ১০টা শো করেছি। আমার মতো সব শিল্পীর প্রায় একই অবস্থা। তা ঠিক আছে। চলে যাচ্ছে। তা, এই যো বিভিন্ন জায়াগায় গিয়ে ‘ত্রাণ’ দেওয়ার ছবি ভিডিয়ো দেখে যাদের মনে হচ্ছে যে নিজের প্রচার করছি বা ভোটে দাঁড়ানোর কাজকর্ম শুরু করছি…বা যারা প্রত্যেক মুহূর্তে অশালীন কথা বলে চলেছেন তাদের একটা কথা বলি.. আপনাদের প্রত্যেকটা খারাপ কথা কিন্তু আমাকে এগিয়ে নিয়েই যাচ্ছে। আমি কিন্তু পিছিয়ে যাচ্ছি না। আর যাবও না। অনেক ধন্যবাদ যারা যারা আমার অ্যাডভার্টাইজ়মেন্ট দেখে ডোনেট করছেন…আপনাদের জন্য প্রায় তিন হাজার মানুষ খেতে পেয়েছেন, এক বেলা হলেও। ভাল রাখাটা একটা আর্ট। ওটা সবাই পারে না। আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যাঁরা আমার পাশে আছেন। ধন্যবাদ। ইমন।’

ইমনের এই প্রতিবাদী সত্ত্বার প্রশংসা করেছেন ভক্তরা। পরিচালক অরিন্দম শীলও কমেন্ট বক্সে বাহবা জানিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী এই শি্ল্পীকে। তিনি লেখেন- এটাই আসল স্পিরিট।আসলে মানুষের জন্যে প্রকৃত সাহায্য করাটা সহজ ভাবে নিতে যারা পারে না, তারা অসুস্থ। তাদের কথায় কান দিও না। এগিয়ে চলো'।

বায়োস্কোপ খবর

Latest News

চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য, SC-তে মামলা চলাকালীনও মিলবে মাইনে চিতার মুখ থেকে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটারকে বাঁচিয়ে আনলেন পোষ্য কুকুর ‘খুব কাছাকাছি চলে এসেছে’, মাধ্যমিকের ফল কবে বেরোবে? মুখ খুললেন পর্ষদের কর্তা! ‘‌দুর্নীতিতে যুক্ত পিনারাই বিজয়ন, পদক্ষেপ করে না কেন্দ্র’‌, তোপ প্রিয়াঙ্কার দুর্নীতি ঢাকতে ২০১৬তেই OMR শিট সংরক্ষণের বিধি বদল? বিস্ফোরক অভিযোগ SSCর বিরুদ্ধে Video: পাটনায় রেলস্টেশনের কাছের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬, আহত ৩০ কাঞ্চনকে গাড়ি থেকে নামালেন কল্যাণ, হাসপাতালে ভর্তি ‘কচি বউ’ শ্রীময়ী, হলটা কী? চপার থেকে নামতেই পা জড়িয়ে ধরেন মহিলা, রাস্তায় চুমুও ছুড়লেন তরুণী, কী করলেন দেব শুক্রবার থেকে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ বহু জায়গায় !ভোটের দিন কোথায় কোথায় খোলা থাকবে না নিজের সম্পত্তি বাঁচাতে রাজীব গান্ধী তুলে দিয়েছিলেন উত্তরাধিকার আইন- মোদী

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.