বর্তমানে বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত নাম ইমন চক্রবর্তী। লিলুয়ার মেয়ে ইমনের কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল ‘তুমি যাকে ভালোবাসো’, প্রাক্তনের এই গানের সুবাদে জাতীয় পুরস্কার জেতেন ইমন। এরপর কেটেছে প্রায় এক দশক। একটু একটু করে সাফল্যের সিঁড়ি পার করেছেন গায়িকা। কিন্তু শুরুর দিনে তাঁকেও কম স্ট্রাগল করতে হয়নি। আরও পড়ুন-'মিষ্টত্বটাই তেতো করে দিয়েছে', আরাত্রিকার 'গানওয়ালা'য় না-খুশ ইন্দ্রদীপ! ভিন্ন মত রেখে প্রশংসা ইমনের
তবে ইন্ডাস্ট্রিতে প্রথম থেকেই কিছু মানুষ তাঁকে আগলে রেখেছেন সব চড়াই-উতরাইয়ের মাঝে। সম্প্রতি সারেগামাপা-র এক এপিসোডে নিজের কাছের বন্ধুদের নিয়ে মন খুলে কথা বলেন ইমন। শান্তনু মৈত্রকে উদযাপন করে সপ্তাহখানেক আগে সারেগামাপা-র মঞ্চে আয়োজন করা হয়েছিল এক এপিসোডের। সেখানেই ‘বন্ধু চল’ গানটি গেয়েছিলেন তিথি। যা শুনে বন্ধু, স্কুলের দিন, ফেলে আসা স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন সকলে।
সেই ভিডিয়ো সম্প্রতি ভাগ করে নিয়েছে ইমনের এক ফ্যান ক্লাব। তিথির পারফরম্যান্স শেষে ইমন বলেন, ‘আমার জীবনের আমার প্রথম বন্ধু আমার মা। আমার জীবনে খুব কম কিছু বন্ধু আছে। যার মধ্যে দু-তিনজনের নাম না বললেই নয়। প্রথম, দিব্যেন্দুদা। যাকে আমি দ্বিতীয় মা বলি। অন্যজন অভিষেক রায়, যাকে সবাই এখানে চেনে। ওঁরা প্রত্যেকবার আমার ভুলগুলো ধরিয়ে দেয়। আরেকজন বন্ধু, পাশে যে লোকটা বসে আছে (ইশারা ইন্দ্রদীপের দিকে)।’
ইমন বলে চলেন, ‘স্টুডিও-তে রেকর্ডিং করতে গিয়েছিলাম, প্রথমদিন ঘাড়ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল লিটারেলি। কিন্তু তখন বুঝেছিলাম, ওই বকাটা যদি না পেতাম, যদি আমার ভুলটা কেউ ধরিয়ে না দিত, তাহলে নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ পেতাম না। ধন্যবাদ আইডি। আই লাভ ইউ সো মাচ’।
এরপর স্বামীর নাম উল্লেখ করতেও ভোলেননি ইমন। নীলাঞ্জন শুধু তাঁর জীবনসঙ্গী নয়, কাছের বন্ধুদের অন্যতম। ইমনের কথায়, ‘এখন জীবনে আরও একজন নতুন বন্ধু যুক্ত হয়েছে তার নাম নীলাঞ্জন। পাশে থাকার জন্য ধন্যবাদ’।
একটা সময় বয়সে ছোট শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইমন। টেকেনি সেই সম্পর্ক। এরপর লম্বা সময় ডিপ্রেশনে ছিলেন গায়িকা। তবে ইমনের ভাঙা মনে প্রেমের মলম লাগান নীলাঞ্জন। ২০২০ সালের দুর্গাপুজোয় নীলাঞ্জনের সঙ্গে বাগদান সেরে সম্পর্কে অফিসিয়্যাল সিলমোহর দেন ইমন। এরপর ২০২১-এর ৩১শে জানুয়ারি সারেন আইনি বিয়ে। আর ওই শীতেই সাত পাক ঘুরে শুভকাজটা সেরে ফেলেন। দেখতে দেখতেই দাম্পত্য জীবনের প্রায় ৪ বছর পার করে ফেলেছেন দুজনে।