বাংলা নিউজ > বায়োস্কোপ > Singers Protest: বিতর্ক উপেক্ষা করে পথে নামলেন ইমন-মনোময়-অনুপম-রূপমরা, কৌশিকী বললেন, 'রাতে কাজ পড়লে যাব না?'

Singers Protest: বিতর্ক উপেক্ষা করে পথে নামলেন ইমন-মনোময়-অনুপম-রূপমরা, কৌশিকী বললেন, 'রাতে কাজ পড়লে যাব না?'

বিতর্ক উপেক্ষা করে পথে নামলেন ইমন-মনোময়-অনুপম-রূপমরা

Singers Protest: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামলেন কলকাতার সঙ্গীত শিল্পীরা। তাতে পা মেলালেন রূপম ইসলাম, অনুপম কর, কৌশিকী চক্রবর্তীরা।

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামলেন কলকাতার সঙ্গীত শিল্পীরা। তাতে পা মেলালেন রূপম ইসলাম, অনুপম কর, কৌশিকী চক্রবর্তীরা। কথা মতোই ব্যাটারি চালিত মোমবাতি নিয়েই পথে নামলেন তাঁরা। গাইলেন গান।

আরও পড়ুন: 'ঠিক চিনতে পারছি না', সারেগামাপায় ছিলেন সহপ্রতিযোগী, মমতার মিছিলে পা মেলাতেই TMC বিধায়ক অদিতিকে বিদ্রুপ সৌম্যর!

আরও পড়ুন: 'অর্থ দিয়ে মৃত্যু কেনা যায়?' ধর্ষিতার পরিবারকে আর্থিক অনুদানের চেষ্টা, মুখ্যমন্ত্রীর সমালোচনা মমতা শঙ্করের

কোন কোন সঙ্গীত শিল্পীরা এদিন উপস্থিত ছিলেন মিছিলে?

যে যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পীদের এই মিছিলে পা মিলিয়েছেন অন্বেষা দত্ত, মনোময় ভট্টাচার্য, পটা, অনুপম রায়, রূপম ইসলাম, লগ্নজিতা চক্রবর্তী প্রমুখ।

কৌশিকী চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্যকে সামনের সারিতে দাঁড়িয়ে We want justice স্লোগান তুলতে দেখা যায়। সকলেরই হাতে ধরা ব্যাটারি চালিত মোমবাতি। ছিলেন শুভমিতা, শিলাজিৎ মজুমদার, উজ্জয়িনী, প্রমুখের মতো শিল্পীরাও। নব নালন্দা থেকে শুরু করে গোলপার্ক পর্যন্ত চলে এই মিছিল।

কী জানিয়েছেন কৌশিকী চক্রবর্তী?

এদিন কৌশিকী চক্রবর্তী এক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন নাইট ডিউটি না দেওয়ার 'ফতোয়া' যুক্তিহীন। তাঁর প্রশ্ন রাতে যদি কোনও কাজ বা শো পড়ে তাহলে কি তিনি সেখানে যাবেন না? নাইট ডিউটি বাতিল করার বদলে কেন মেয়েরা রাতে বেরোলে তাঁদের নিরাপত্তা দেওয়া হবে না বলেও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন: প্রতিবাদ মিছিলে নিয়মের বহর! ট্রোল্ড হয়েও সিদ্ধান্তে অনড় ইমন, বললেন, 'তুমি রবে নীরবে গাইবই'

কী নিয়ে বিতর্ক হয়েছিল?

এদিন একটি ছবি প্রকাশ্যে আসে যেখানে ১৯ অগস্ট গায়কদের মিছিলে যাঁরা অংশ নিতে চলেছেন তাঁদের জন্য বেশ কিছু নিয়মাবলী লেখা থাকতে দেখা যায়। আর সেখানেই লেখা রয়েছে এই ইভেন্টের নাম তমসো মা জ্যোতির্গময়। সোমবার ১৯ অগস্ট সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নব নালন্দা স্কুল থেকে মৌন মিছিল শুরু হবে। চলবে গোলপার্ক মোড় পর্যন্ত। একই সঙ্গে জানানো হয় এখানে মোমবাতি আনতে হবে প্রতিবাদীদের। ব্যাটারি চালিত মোমবাতি আনলেই ভালো বলে জানানো হয়েছে সেখানে। এছাড়া কাউকে কোনও রকম মিডিয়া বাইট দিতে নিষেধ করা হয়েছে। জানানো হয়েছে কেবল লোপামুদ্রা মিত্র এবং অঞ্জন দত্ত মতামত রাখতে পারেন। কোনও রাজনৈতিক প্ল্যাকার্ড বা স্লোগান দেওয়া যাবে না। কেবল গানের কোট লেখা হবে প্ল্যাকার্ডে। গাওয়া হবে মাত্র দুটি গান তুমি রবে নীরবে এবং আগুনের পরশমণি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.