ইমন চক্রবর্তী মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। কখনও তিনি তাঁর কাজ বা মন্তব্যের জন্য যেমন প্রশংসিত হন তেমনই কখনও কখনও তাঁকে কটাক্ষের শিকারও হতে হয়েছে। কিছুদিন আগে গায়িকার বাংলা গান নিয়ে করা একটি মন্তব্য দারুণ ভাইরাল হয়ে যায়। এবার সেই প্রসঙ্গে কী বললেন তিনি?
বাংলা গান নিয়ে করা সেই ভাইরাল মন্তব্য প্রসঙ্গে কী বললেন ইমন?
সম্প্রতি ইমন চক্রবর্তী স্ট্রেট আপ উইথ শ্রী নামক একটি পডকাস্ট শোতে এসেছিলেন। সেখানেই ইমন চক্রবর্তীকে তাঁর করা বাংলা গান নিয়ে সেই ভাইরাল মন্তব্য প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। প্রসঙ্গত একটি শোতে গিয়ে তুমি অন্য কারও সঙ্গে বেঁধ ঘর গায়িকা শ্রোতাদের উদ্দেশ্যে বলেছিলেন, 'বাংলা গান যদি না শোনো তাহলে পাতলি গলি সে নিকলো।' সেই মন্তব্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইমন জানান তিনি সেদিন যা বলেছিলেন সেটার জন্য তাঁর কোনও আফসোস, অনুশোচনা বা দুঃখ নেই।
ইমন এদিন এই কথা প্রসঙ্গে বলেন, ' বন্ধু আমার রসিয়া হয়ে যাওয়ার পর প্রায় শেষে বা শেষ আগের আগে এমন কিছু একটা হবে, আমি ঠিক করি একটা রবীন্দ্র সঙ্গীত শোনাব। আমার এখনও মনে আছে মঞ্চের ঠিক ডান দিকে দাঁড়িয়ে একটা ছেলে, বাচ্চা ছেলে কত বয়স হবে? এই ১৭ বা ১৮ বলেছিল দিদি রবীন্দ্র সঙ্গীত শুনব না। আর এইটা যেই বলেছে আর আমার কানে এসেছে সেটা আমি সঙ্গে সঙ্গেই ওইটা বলে ফেলেছি।'
গায়িকা এদিন আরও জানান, ' আমার এই কথাটা বলার জন্য কোনও দুঃখ নেই। এবং এটার জন্য আমাকে কাউকে কোনও কৈফিয়ত দেওয়ার দরকার নেই যে আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি। যে যার মতো করে ধরে নেবে। বাংলায় থেকে আমি যদি রবীন্দ্রনাথের গান শোনাতেই না পারলাম একটা মঞ্চে উঠে তাহলে আমি কেন গান গাই?'
কে কী বলছেন?
অনেকেই যেমন ইমন চক্রবর্তীর এই কথায় তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন তেমন অনেকেই আবার বিরোধিতাও করেছেন। এক ব্যক্তি লেখেন, '।' আরেকজন লেখেন, '।' তৃতীয় ব্যক্তি লেখেন, ' বাংলায় থাকতে হলে বাংলা গান শুনতে হবে বলছেন, এদিকে নিজেই আবার হিন্দিতে বলছেন পাতলি গলি সে নিকাল। এত হিপোক্রেট কেন?' কেউ সহমত পোষণ করে আবার লেখেন, 'একেবারে ঠিক বলেছেন। যে যেমন ভাষা বোঝে আর কী!'