প্রথম বিবাহবার্ষিকী। স্বামী নীলাঞ্জনকে ভালোবাসায় ভরিয়ে দিলেন ইমন। বিয়ের পর থেকে থেকে এই মিউজিক্যাল জুটির সোশ্যাল মিডিয়া পিডিএ নজর কাড়ে সকলের। দেখতে দেখতে বিয়ের পর একসঙ্গে এক বছর পার করে ফেললেন ‘নীলামন’। হ্যাঁ, অনুরাগীদের কাছে জুটি এই নামে পরিচিত। ২০২১ এর ২ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
এমনিতেই ঘুরতে ভালোবাসেন ইমন-নীলাঞ্জন। তাই বিবাহবার্ষিকীর আগেই গত ৩১ জানুয়ারি দম্পতি পাড়ি দিয়েছেন পুরুলিয়ার পাহাড়ে। ছিমছাম রিসর্টে একান্তে সময় কাটাচ্ছেন তাঁরা। প্রথম বিবাহবার্ষিকীতে স্বামী নীলাঞ্জনকে নিয়ে ভালোবাসামাখা পোস্ট ইমনের। প্রথম দেখা থেকে দুজনের একসঙ্গে পথচলা, সবটাই উঠে এসেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকার পোস্টে।
খোলা চিঠিতে ইমন লিখেছেন, ‘আমাদের প্রথম দেখা হয়েছিল ২০১৯ সালে। তোমার রেকর্ডিং স্টুডিওতে। পাত্তা দাওনি। ভালোই করেছিলে। গান গেয়ে বেরিয়ে গিয়েছিলাম। ২৬ সেপ্টেম্বর, তোমার মনে নেই দিল্লি এয়ারপোর্টে আমাদের দেখা হয়েছিল। তারপর গান পাঠানোর পর্ব। তারপর শ্যুটিং। সেইদিনো পাত্তা দাওনি। বেশ কিছুদিন পরে জাকির জির একটি শো দেখে কাউকে খুঁজে না পেয়ে তোমায় ফোন করেছিলাম। আর সেখান থেকেই শুরু…’।
গায়িকা আরও লেখেন, ‘সম্পূর্ণ আলাদা স্বভাবের দুটো মানুষ একসাথে পথ চলা শুরু করলো। আমি কিন্তু জানতাম এই লোকটাকে হাতছাড়া করা যাবে না। মা বাবাই আমার পরিবার আমার খুব কাছের কিছু মানুষ গুলো ছাড়া কেউই আমায় খুব একটা বোঝে না বা বুঝলে ভুলই বোঝে। তুমি বুঝেছো পাগলামিগুলোকে ভালোবেসেছো কিচ্ছু চাওনি , শুধু যত্ন করেছো’।
খানিক অভিমানের সুরে ইমন লেখেন, ‘যদিও ঝগড়াগুলো আমিই মেটাই, তুমি মোটেই সেই ক্ষেত্রে দায়িত্ব নাও না।' নিজের চিঠির শেষে ইমন মজা করে লেখেন, ‘একবছর আগে আজকের দিনে পুরুত মশাইকে হেব্বি বার খাইয়ে ঠিক ১৫ মিনিটে বিয়ে সেরে আমায় খুব জোর বাঁচিয়েছিলে আজকের দিনটা দেখেছো। ২.২.২২ আমাদের বিবাহবার্ষিকী’। পোস্টে বরের সঙ্গে খুনসুটিও করতে দেখা যায় গায়িকাকে।