সদ্যই ইমন চক্রবর্তীর একটি কনসার্টের ভিডিয়ো ভাইরাল হয়েছে। আবারও তাঁকে বাংলা গান না গাওয়ার অনুরোধ করা হয়েছে এই কনসার্টে। আর সেটার জবাব তিনি মঞ্চে দাঁড়িয়েই তৎক্ষণাৎ কড়া ভাষায় দিয়েছেন। কিন্তু আসলে ঠিক কী ঘটেছিল, জানালেন গায়িকা।
কী ঘটেছিল কনসার্টে?
এদিন টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমন চক্রবর্তী জানিয়েছেন সেই শোতে ঠিক কী ঘটেছিল। এই বিষয়ে গায়িকা জানিয়েছেন, 'আমি জানতাম শুক্রবার (৬ নভেম্বর) আমার যেখানে শো ছিল সেখানে বিভিন্ন ভাষার মানুষ থাকবেন। যাঁরা আমাদের ডেকেছিলেন তাঁরা জানেন যে আমি আমার দল নিয়ে খালি বাংলা গান পারফর্ম করি না মঞ্চে। তাই ডেকেছিলেন। আমরা সব ধরনের গানই গাইছিলাম। সবার খুব আনন্দও করছিল। কিন্তু একটি ছেলে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছিলেন যে শুনব না, বাংলা গান শুনব না। হিন্দি গান গাইতে হবে। উনি অনুরোধ করেছিলেন যে গান সেই গানও আমি শুনিয়েছি। তারপরও উনি লাগাতার বিরক্ত করে যাচ্ছিলেন। তাই চুপ থাকতে পারিনি। আগামী দিনে যদি কেউ আবার এমন অসভ্যতা করে তাহলে আমি চুপ থাকব না। আমি কাল প্রতিবাদ জানিয়েছি, আগামীতেও জানাব। বাংলায় থাকছে, চাকরি করছে। সেই ভাষাকে তো একটা সম্মান দেবে!'
কী বলেছিলেন ইমন তাঁর কনসার্টে?
এদিন ইমনের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না, এটা অন্য কোন জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবেনা বলছ?।'
তিনি এদিন আরও বলেন, 'ফালতু জিনিস করবে না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, ইংরেজি গান শোনো বাড়িতে। কিন্তু তোমার সাহস হল কী করে আমায় বাংলা গান গাইতে না বলতে? সাহস কে দিল? এই ভন্ডামিগুলো করো না। সাহস থাকলে স্টেজে এসো। বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় রোজগার করছ এদিকে বাংলা গান শুনবে না বলছ!'
আরও পড়ুন: কন্নড় ভাষাতেই কথা বলতে হবে, দিলজিতের কনসার্টে 'ভয়ঙ্কর অভিজ্ঞতা' যুবতীর! লিখলেন, 'আমার হাত মুচকে...'
এটা প্রথমবার নয়, আগেও একবার একটি কনসার্টে তাঁর সঙ্গে একই রকম ঘটনা ঘটেছিল। তখন একই ভাবে জবাব দিয়েছিলেন গায়িকা।