বাংলা নিউজ > বায়োস্কোপ > Mir-Iman: একসময় ফোন করলেও উত্তর মেলেনি, বছর শেষে ইচ্ছেপূরণ, মীরকে আবেগঘন খোলা চিঠি ইমনের

Mir-Iman: একসময় ফোন করলেও উত্তর মেলেনি, বছর শেষে ইচ্ছেপূরণ, মীরকে আবেগঘন খোলা চিঠি ইমনের

মীরকে নিয়ে আবেগঘন পোস্ট ইমনের

Mir-Iman: এক সময় মীরের সঙ্গে কথা বলার জন্য় বার বার ফোনের ডায়েল ঘুরিয়েছিলেন ইমন। এরপর অনেকটা সময় পেরিয়েছে। আজ সেই মীরই তাঁর সহকর্মী। বছর শেষে মীরকে নিয়ে নেটমাধ্যমের পাতায় আবেগঘন পোস্ট করলেন গায়িকা। পোস্টে অবশ্য পালটা ভালোবাসা জানাতে ভোলেননি মীরও।

জনপ্রিয় সঞ্চালক-কমেডিয়ান মীর আফসার আলি। আরজে থেকে সঞ্চালক, কমেডিয়ান, অভিনেতা তাঁর একাধিক পরিচয় রয়েছে। পর্দার পাশাপাশি নেটমাধ্যমেও বেশ জনপ্রিয় তিনি। রসিকতা এবং কথার মাধ্যমে সকলের মন জয় করেন ফেলেন। তাঁর ভক্ত সংখ্যাও অগণিত। তেমনি গায়িকা ইমন চক্রবর্তীও নিজেই জানিয়েছেন মীরের অন্যতম ভক্ত তিনি।

এক সময় মীরের সঙ্গে কথা বলার জন্য় বার বার ফোনের ডায়েল ঘুরিয়েছিলেন ইমন। তখন সাফল্য ছুঁতে পারেনি তাঁকে। এরপর অনেকটা সময় পেরিয়েছে। আজ সেই মীরই তাঁর সহকর্মী। বছর শেষে মীরকে নিয়ে নেটমাধ্যমের পাতায় আবেগঘন পোস্ট করলেন গায়িকা। আরও পড়ুন: পুরো আগুন, স্বামী রাজকে ঠোঁট ঠাসা চুমু, ঘনিষ্ঠ ছবি শেয়ার করলেন শুভশ্রী

কর্মসূত্রে মীরের সঙ্গে ট্রেন যাত্রায় ইমন। ২০২২ সালে, বছরের শেষ দিনে মীরের সঙ্গে ট্রেনযাত্রার ছবি শেয়ার করেছেন গায়িকা। আরজে-সঞ্চালক মীরকে নিয়ে নেটমাধ্যমের পাতায় খোলা চিঠি ইমনের। লিখেছেন, ‘তুমি হয়তো জান না, মীর আফসার আলি, যখন হাউ মাউ খাউ হতো তখন কতবার ফোন করে বলেছিলাম একবার মীরদার সঙ্গে কথা বলব। বলিয়ে দাও। কেউ শোনেনি।’ 

এক সময় এক বেসরকারি চ্যানেলে ‘হাউ মাউ খাউ’ নামক একটি অনুষ্ঠানের সঞ্চালনা করতেন মীর। তাঁর সঙ্গে একবার কথা বলার জন্য হাজার হাজর ফোন যেত শোয়ে। তাঁদের মধ্যেই একজন ছিলেন ইমনও।

এরপর সময় পেরিয়েছেন। গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন ইমন। তাঁর ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কারও। দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠান করেন ইমন। ২০২২ এর শেষ দিনটা একসঙ্গে রয়েছেন মীর-ইমন। এক অনুষ্ঠানে যাওয়ার পথে তাঁর সহযাত্রী মীরই। ইমন লিখছেন, ‘আজকে মালদহ যাওয়ার পথে এক ট্রেনে এ প্রায় পাশাপাশি বসে যাওয়া। আর এই ছবিটা তোলা। আমার কাছে অনেক বড় পাওয়া। তুমি আমাদের আবেগ, তোমাকে আমরা খুব ভালোবাসি।’

পোস্টে অবশ্য পালটা ভালোবাসা জানাতে ভোলেননি মীরও। তিনি কমেন্টে ইমনকে ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘ওউউউ.. (লাল হৃদয়ের ইমোজি)। অনেক ভালোবাসা তোমায় ইমন। বছরের শেষ দিনে তোমার মত একজনের সঙ্গে ট্রেন সফর মনে থাকবে আজীবন। শুধু কাউকে বোলো না আমি নাক ডেকে ঘুমোচ্ছিলাম।’

বন্ধ করুন