জি বাংলার অন্যতম জনপ্রিয় বাংলা গানের রিয়েলিটি শো হল সারেগামাপা। যার ক্যামেরার সামনে ও পিছনের দৃশ্য, সমানভাবে বিনোদন জোগায় দর্শকদের। সম্প্রতি বিচারক গয়িকা ইমন চক্রবর্তী একটি ভিডিয়ো শেয়া করেন, যেখানে দেখা যায়, সকলে মিলে কীভাবে শান্তনু মৈত্রের পিছনে লাগছে। যার একটাই কারণ, মহিলা ভক্তরা ঘিরে ধরেছিল গায়ককে একটা ছবির জন্য।
ইমন ভিডিয়োটি শেয়ার করেলিখেছেন, ‘কেউ কাউকে আওয়াজ দিতে ছাড়ে না। আমি কিছু করিনি @moitrashantanu…। খালি ভিডিয়ো করেছি। ওদের দেখো তুমি খালি।’
আরও পড়ুন: ‘জয়া অমিতাভ বচ্চন’ শুনে চটেছিলেন, এবার রাজ্যসভায় ‘রাগী আন্টি’ নিজেকে কী ডাকলেন
ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাল পঞ্জাবি পরে সেটে হাজির শান্তনু। বিচারকদের বসার ডেক থেকে নীচে গিয়ে আগত দর্শকদের সঙ্গে সেলফি তুলছেন। আর ছবি তোলার আবদার যারা রেখেছেন, তাঁরা মূলত মহিলা। দুদিক থেকে সার দিয়ে দাঁড়িয়ে পড়েছেন সকলে। উঠছে ছবির পর ছবি।
আরও পড়ুন: বরের দাদা প্রাক্তন প্রেমিক! দোটানায় অরুণিমা, ‘ফাগুন বউ-এর কপি’, বলছে নেটপাড়া
এদিকে, গোটা দৃশ্যের মজা নিচ্ছেন বাকি বিচারকরা। শো-র হোস্ট আবির চট্টোপাধ্যায়, আরেক বিচারক অন্তরা মৈত্রকে তো রীতিমতো আওয়াজ দিতে দেখা গেল। আর এই সব কিছু নিজের মুঠোফোনে বন্দি করে নিলেন ইমন চক্রবর্তী। আর শুধু তা ফোনেই রাখলেন না, নিজের ইনস্টাগ্রামে পোস্টও করে ফেললেন।
অন্তরা তাতে মন্তব্য করেন, ‘শেষষষষষষষষষ’!
টিআরপি-তে বর্তমানে বেশ ভালো ফল করছে জি বাংলার এই গানের রিয়েলিটি শো। ফাইভ প্লাস রেটিং পাচ্ছে। যদিও স্টার জলসায় বর্তমানে আর কোনও নন ফিকশন শো নেই। শনি-রবিবারেও সিরিয়ালই দেখানো হয়ে থাকে।
আরও পড়ুন: নায়েজির স্বপ্ন ভেঙে নারীশক্তির জয়, বিগ বস ওটিটি-র ট্রফি জয় সানার, ঘরে এল কত লাখ?
এবারে বিভিন্ন বয়সের প্রতিযোগীদের নিয়ে শুরু হয়েছে সারেগামাপা। এবারে বিচারকের আসনে দেখা যাচ্ছে ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, জাভেদ আলী, শান্তনু মৈত্র, জোজো, অন্তরা মৈত্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাঘব। দু জন করে বিচারক নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে। আর সেই টিমে প্রতিযোগীদের ভাগ করে নেওয়া হয়েছে। এখন দেখার কোন টিমের মুখে শেষ হাসি ফোটে। গত বছরের সারেগামাপা-র বিজয়ী ছিলেন পদ্মপলাশ। তবে জনপ্রিয়তায় তাঁকে টেক্কা দিয়ে গিয়েছিলেন অ্যালবার্ট কাবো।