বর্তমানে ভারতের অন্যতম ব্যস্ত এবং খ্যাতনামা গায়ক হলেন অরিজিৎ সিং। তাঁর গানে মুগ্ধ ৮ থেকে ৮০। ইমোশনাল গান হোক বা ডান্স নম্বর, সবেতেই তিনি সেরা। বহু শিল্পীরাই তাঁর সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন। এ হেন শিল্পীর সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা কেমন ছিল ইমনের?
অরিজিৎকে নিয়ে কী বললেন ইমন?
অরিজিৎ সিংয়ের সঙ্গে প্রথম দেখার অভিজ্ঞতা কেমন ছিল সেটাই এদিন জানালেন ইমন। বললেন প্রাথমিক ভাবে তাঁর হাত পা নাকি ঠান্ডা হয়ে গিয়েছিল। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি জানান, 'ওঁকে প্রথম দেখেই মনে হচ্ছিল আমার হাত পা পুরো জমে গিয়েছে। যেন আমি একটা ডেডবডি। তখন খালি ওঁকে দেখে আমার মাথা নড়ছিল, আর কিছুই হচ্ছিল না। কিন্তু উনি এত সিম্পল যে কী বলি! উনি নিজেই গোটা বিষয়টা এত সহজ করে নেন যে তখন আর অতিরিক্ত কিছু মনে হয়নি যে উনি অরিজিৎ সিং বা কিছু।'
আরও পড়ুন: মাদকাসক্তির থেকে কাঞ্চনকে টেনে বের করেন শ্রীময়ীই! বিয়ের আগে বললেন, 'উত্তেজনায় ফুটছি...'
এরপরই ইমন কথায় কথায় জানান অরিজিৎ সিং নাকি তাঁর গানের ভক্ত। বললেন, 'উনি আমায় সেদিন বলেছিলেন তুমি খুব ভালো গাও। সেটা শুনে আমি একটাই কথা বলেছিলাম যে ব্যাস, আমার হয়ে গিয়েছে। আমার সব পুরস্কার পাওয়া হয়ে গিয়েছে। অরিজিৎ তারপর ফের জানান উনি নিয়মিত আমার গান শোনেন। নিজেই সেদিন সেলফি তোলেন। এত ভালো মানুষ। এমনকি তাঁর যিনি রেকর্ডিস্ট, তাঁকে দিয়ে আবার জানান কে উনি শোনেন আমার গান। ভালোবাসেন।'
আরও পড়ুন: কটাক্ষকে বুড়ো আঙুল, নিয়মরীতি মেনেই সাতপাকে বাঁধা পড়লেন শ্রীময়ী - কাঞ্চন, দেখুন বিয়ের প্রথম ছবি
প্রসঙ্গত আগামীতে ইমন চক্রবর্তী বসন্ত উৎসবের আয়োজন করছেন। তাঁর সেই অনুষ্ঠানে এবার জোজো, ঊষা উত্থুপ প্রমুখ আসবেন। প্রতিবারই তিনি এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এটা তাঁর মায়ের শুরু করে যাওয়া অনুষ্ঠান।