বাংলা নিউজ > বায়োস্কোপ > Iman Chakraborty: 'দুর্গা বিসর্জন যায় না', মায়ের চলে যাওয়ার দিনে স্মৃতিমেদুর পোস্ট ইমনের

Iman Chakraborty: 'দুর্গা বিসর্জন যায় না', মায়ের চলে যাওয়ার দিনে স্মৃতিমেদুর পোস্ট ইমনের

মায়ের চলে যাওয়ার দিনে স্মৃতিমেদুর পোস্ট ইমনের

Iman Chakraborty: মাকে হারিয়েছেন দেখতে দেখতে ৯ বছর কেটে গিয়েছে। সময়ের নিয়মে আবারও সেই দিন ফিরে এসেছে। মায়ের মৃত্যুবার্ষিকীতে কী লিখলেন ইমন?

কোনও কোনও দিন এমন আসে জীবনে যেদিনগুলো মনে হয়, না এলেও কী হতো? কিংবা নাই বা আসতে পারত। কিছুদিন এমন থাকে যা বহুবছর পর পুরনো রেশ একই ভাবে ফিরিয়ে আনে। তেমনই আজকের দিনটি ইমন চক্রবর্তীর জীবনে। আজকের দিনেই তিনি মাতৃহারা হয়েছিলেন।

ছোটবেলার একটি ছবি দিয়ে মায়ের চলে যাওয়ার কথা লিখলেন সোশ্যাল মিডিয়ায়। মনে করলেন সেই ৯ বছর আগের কালো দিনটির কথা। তাঁর জীবনের দুর্গা এইদিনেই যে চলে গিয়েছিলেন।

ফেসবুকে গায়িকা তাঁর ছোটবেলার একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে তাঁর মায়ের কোলে দেখা যাচ্ছে। অভিনেত্রীর পরনে একটি কালো টপ এবং লাল সোয়েটার এবং কালো প্যান্ট। অন্যদিকে তাঁর মায়ের পরনে সাদা চুড়িদার এবং লাল শাল। তাঁর মা ক্যামেরার দিকে তাঁকে হাসছেন।

এই ছবি পোস্ট করে ইমন লেখেন, 'মা, তুমিই আমার দূর্গা। আমার দূর্গা বিসর্জন যায়না। মা, আজকের দিনটা নয়বছর আগে না আসলেই হত মা।'

৯ বছর পর আজও তাঁর একটাই আক্ষেপ এই দিনটি সেদিন না এলেই পারত। অভিনেত্রীর জীবনের এমন কষ্টের দিনে অনেকেই তাঁকে সমবেদনা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'খুবই দুঃখের, মা কোনওদিন হারায় না, তোমার সঙ্গেই আছেন। ভালো থেকো।' আরেক ব্যক্তি লেখেন, 'ইমন তোমার মায়ের চিরশান্তি কামনা করি।' তাঁর এক পরিচিত এই পোস্টে কমেন্ট করেন, 'তোমার মাকে আমার মাতৃত্বটিকে ছাপিয়ে দেবীই মনে হয়েছে। ওঁর ছবির দিকে একভাবে তাকিয়ে থাকলে যেকোনো মানুষের এই একই অনুভূতি হবে। তোমার লিলুয়ার বাড়ির দেওয়ালে ওই বড় ছবিটি যেটিকে আমি একবার অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান সহকারে একটি ফুলের মালা দিয়ে পূজা করেছিলাম। শংকর বাবু মানে তোমার পিতৃদেব তিনিও তার ঐশ্বরিক সরলতায় আচ্ছন্ন। এই দুজন দেব-দেবীর পরম কল্যাণময় আশীর্বাদে তোমাকে সারা জীবন আগলে রাখবে এটাই আমার বিশ্বাস। আমি ২৬ শে ফেব্রুয়ারি আসলে এটা অনুভব করতে পারি। ভালো থেকো স্নেহের ইমন'।

বন্ধ করুন
Live Score