বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রোল মারাত্মক আকার নিয়েছে। তারকারাই মূলত এর শিকার। বয়স, লিঙ্গ ভেদাভেদে চলতে থাকে নানা ‘অপমানজনক মন্তব্য’। এর আগেও প্রতিবাদে সুর চড়িয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী তা নিয়ে। ফের একবার যেন একই সুর তাঁর গলাতে।
নিজের একটি সেলফি শেয়ার করলেন গায়িকা। পরে আছেন প্যাস্টেল গ্রিন রঙের স্যুট। সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে ছোট্ট কালো চিপ, চুল ছেড়ে রাখা, ম্যাট ন্যুড লিপস্টিকে বেশ মিষ্টি লাগছে দেখতে। তবে মুখটা যেন একটু গম্ভীর। তার কারণ অবশ্য বোঝা যাবে ছবির ক্যাপশন থেকেই।
আরও পড়ুন: দাম্পত্যে বয়সের পার্থক্য ২৪ বছর, সন্তানদের জন্য ‘নতুন বাবা’ খুঁজছেন সুদীপ-পত্নী পৃথা
ইমন লিখেছেন, ‘একটা মানুষ হাসলে ‘বাচাল’/ নাচলে হয় ‘নির্লজ্জ’/ সাজলে ‘ঢঙ্গী’/ কাঁদলে ‘অসহ্য’...!! বাঁচবে তুমি তোমার মত ভদ্র কিম্বা অসভ্য/ দেখবে সবাই , দেখুক না হয় ভালো থাকাটাই ‘গন্তব্য’...’
আরও পড়ুন: কালো স্পার্কলিং গাউন গায়ে, বিবাহ বার্ষীকিতেও দেদার খরচ মিষ্টি-রেমোর! কী দিলেন উপহার
এই পোস্টে ইমন চক্রবর্তীর এক ভক্ত মন্তব্য করেছেন, ‘একদম ঠিক। দারুণ একটা ক্যাপশন।’ দ্বিতীয়জন লিখলেন, ‘তুমি মিষ্টি, তোমার গলা মিষ্টি, এসবে কান দিও না’। তৃতীয়জন লেখেন, ‘ক্যাপশনের প্রতিটা কথা সত্যি’।
আরও পড়ুন: ‘দরকার পুরুষদের…’! কাঞ্চনের ‘পরকীয়া’য় দৌড়েছিলেন থানায়, এবার কী বললেন প্রাক্তন বউ পিঙ্কি
খুব অল্প বয়সেই সাফল্য এসেছে গানের দুনিয়াতে। হাওড়ার সাধারণ পরিবারের একটা মেয়ে নিজের যোগ্যতায় নাম করেছে বিনোদনের দুনিয়াতে। রবীন্দ্র সংগীত হোক বা আধুনিক গান, বা কোনও লোকসংগীত, সবেতেই ইমন সিদ্ধহস্ত। ইমনের গলায় যেন প্রতিটা গানই পায় নতুন করে জীবন। প্রাক্তন সিনেমার ‘তুমি যাকে ভালোবাসো’ গেয়ে পেয়েছেন জাতীয় পুরস্কারও। তবে এই নিয়েও কম ট্রোল হতে হয়নি গায়িকাকে।
এক সাক্ষাৎকারে সেই সব ট্রোলারদের উদ্দেশ্য করে এক সংবাদমাধ্যমে ইমনকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি যে কত লোকের সঙ্গে লিভ ইন করেছি। আমার যে কতজনের সঙ্গে বিয়ে হয়েছে। এবং কত লোক যে আমার সামান্য এগনোর পিছনে রয়েছে। আমিই জানি না আসলে আমি কার কার সঙ্গে থেকেছি। আমার কথা হল, আমি থাকিও বা ১০টা বিয়ে করিও, আপনার কি, আপনিও করুন না। আমার সাহস আছে তাই ১০টা বিয়ে করে জাতীয় পুরস্কার পেয়েছি। আমার যে লোকটার সঙ্গে (সম্পর্ক) ছিল, সে আসলে রাষ্ট্রপতির বন্ধু ছিল।’