বাংলা নিউজ > বায়োস্কোপ > রবীন্দ্রনাথের কবিতায় পড়ল সুর, ‘ইউনিক কম্পোজিশন’-এ গান গাইলেন ইমন চক্রবর্তী

রবীন্দ্রনাথের কবিতায় পড়ল সুর, ‘ইউনিক কম্পোজিশন’-এ গান গাইলেন ইমন চক্রবর্তী

ইমন চক্রবর্তী। (ছবি-ইনস্টাগ্রাম)

চলতি মাসের শেষে অর্থাৎ জুলাইতেই ইমন চক্রবর্তী প্রোডাকশনের তরফে প্রকাশ্যে আসছে গানটি।

রবিঠাকুরের গান-ই তাঁকে জনপ্রিয়তা দিয়েছেন। বহুবার তিনি জানিয়েছেন, রবীন্দ্রনাথ তাঁকে প্রতি মুহূর্তে অনুপ্রেরণা যোগায় নতুন কিছু করার, নতুন উদ্যমে বেঁচে থাকার। তবে, রবীন্দ্রনাথের কবিতা যে গান হতে পারে তা কখনও ভাবেননি গায়িকা ইমন চক্রবর্তী। তাই প্রথমে একটা দোটানা থাকলেও গেয়েই ফেলেছেন। চলতি মাসের শেষে অর্থাৎ জুলাইতেই ‘ইমন চক্রবর্তী’ প্রোডাকশনের তরফে প্রকাশ্যে আসছে গানটি। 

‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাতেই সুর দিয়েছেন অগ্নিভ মুখোপাধ্যায়। তারই রেকর্ডিং হল সম্প্রতি। সে সম্পর্কে নিজের শ্রোতাদের উদ্দেশে ইমন জানান, ‘একটা ইউনিক কম্পোজিশন গাইলাম। পিন্টুদা, পিন্টু ঘটক অত্যন্ত গুণী মিউজিশিয়ান। আমাকে একদিন ফোন করে বললেন, অগ্নিভ একটা কম্পোজিশন ভেবেছে তোর জন্য। আমি তো প্রথমে শুনে ভেবেছিলাম, রবীন্দ্রনাথের কবিতাতে সুর, কীভাবে পারব আমি! খুব ভালো কাজ হয়েছে। এটা টিমওয়ার্ক। গৌতমদা রেকর্ড করেছেন। মিল্টনদা ভিডিয়োগ্রাফিতে রয়েছেন।’ 

আর অগ্নিভ জানান, ‘রবীন্দ্রনাথের লেখার ইন্টারপ্রিটেশন নানা ভাবে করা যায়। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আমার খুব পছন্দের কবিতা। সেটাকেই সুর দিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আর এটায় সুর দেওয়ার পর মনে হল এমন একজনকে দরকার যাঁর ইন্ডিয়ান ক্লাসিক্যালের ওপর দখল আছে, একটা দরাজ গলার প্রয়োজন ছিল। ইমনের ফ্যান তো আমি বরাবরের। তাই ভাবলাম উনি গাইলেই এটা তার যথার্থ মর্যাদা পাবে।’

কিছুদিন আগেই সাত পাকে বাধা পরেছেন ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ। দুই গান পাগল মানুষের একসঙ্গে হওয়ায় বেশ উপকারই হয়েছে মানুষের। । গত পয়লা বৈশাখে ইমন-নীলাঞ্জনের কাজ ‘সৃজন ছন্দে’ দেখেছেন দর্শক। সেটাই ছিল বিয়ের পর দম্পতির প্রথম কাজ। এরপর বিশাল ভরদ্বাজের কম্পোজিশন, গুলজারের লেখা ‘পানি পানি রে’ রিক্রিয়েট করেন তাঁরা। এবার থাকছে নতুন চমক।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.