বাংলা নিউজ > বায়োস্কোপ > সাহস জুগিয়েছেন হবু বর, এ আর রহমানের সুরে হিন্দি গান গাইবেন ইমন চক্রবর্তী

সাহস জুগিয়েছেন হবু বর, এ আর রহমানের সুরে হিন্দি গান গাইবেন ইমন চক্রবর্তী

ইমন চক্রবর্তী (ছবি-ইনস্টাগ্রাম)

কে সাহস জুগিয়েছেন তাঁকে! জানেন? 

নতুন বছরে একেবারে নতুন রূপে ধরা দিতে চলেছেন গায়িকা ইমন চক্রবর্তী। বাংলায় নয়, নতুন বছরে হিন্দি কভার সং শ্রোতাদের উপহার দিতে চলেছেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীকে দেখা যাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতকার এ আর রহমানের কম্পোজ করা গানে গাইতে।

সংগীত আয়োজনে রয়েছেন নীলাঞ্জন স্বয়ং। মিউজিক ভিডিয়োগ্রাফিতে রয়েছেন শুভদীপ।এছাড়া সবকিছুই ইমন চক্রবর্তী প্রোডাকশন হাউসের ব্যানারে। ‘তাল’ সিনেমার মিউজিক কম্পোজার হিসেবে কাজ করেছিলেন অস্কার জয়ী সংগীত শিল্পী এ আর রহমান। সেই ছবিরই ‘নেহি সামনে’ গানটিকে নতুন মোড়কে পরিবেশন করতে চলেছেন গায়িকা ইমন। এই গানটিই হবে ইমনের গাওয়া প্রথম হিন্দি সিঙ্গলস। ইমন চক্রবর্তী প্রোডাকশনের তরফে নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই মুক্তি পাবে ‘নেহি সামনে’র নতুন ভার্সন। 

জানা যাচ্ছে, গান গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিয়োয় অভিনয়ও করেছেন ইমন নিজে। আপাতত প্রোডাকশন টিমকে নিয়ে সমুদ্রের ধারে শ্যুটে ব্যস্ত গায়িকা। এই প্রসঙ্গে গায়িকা জানিয়েছেন,  ছোটো থেকে যাঁর গান গুনে বড় হয়েছেন তিনি, তাঁরই কম্পোজ করা গান কভার করার সাহস প্রথমে পাচ্ছিলেন না তিনি। তবে সেই সাহস জুগিয়েছেন হবু স্বামী নীলাঞ্জন। পাহাড়ে বেড়াতে গিয়ে ‘নেহি সামনে গানটি শুনে নীলাঞ্জনের কাছে ইচ্ছে প্রকাশ করেন ইমন। নীলাঞ্জন সাহস জোগাতেই উদ্যোগী হন ইমন। 

প্রসঙ্গত, নতুন বছরেই নতুন জীবন শুরু করছেন ইমন-নীলাঞ্জন। সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। নতুন বছরেই ফেব্রুয়ারির মাসের ২ তারিখ সাত পাকে বাঁধা পড়তে চলেছে এই প্রেমিক জুটি।

বন্ধ করুন