Iman Chakraborty: গানের সুরে বহুবার মঞ্চ কাঁপিয়েছেন। তাঁর রেকর্ড করা গান পৌঁছে গিয়েছিল অস্কারের মনোনয়ন তালিকাতেও। তবে এবারে গানের বদলে অভিনয়ের দিকে কিছুটা ঝুঁকছেন গায়িকা। আগামী ২২ ও ২৩ শে মার্চ কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব প্রযোজনা ‘তোমাকে দেখব বলে’। সেখানেই অভিনয় করতে দেখা যাবে ইমন চক্রবর্তীকে। তবে শুধু যে অভিনয় করবেন, তা নয়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গানও গাইবেন। নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর এই একক অনুষ্ঠান।
কেন অভিনয় করতে দেখা যাবে ইমনকে? জানা গিয়েছে, এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে পাশ্চাত্য অপেরার আদলে। গানের পাশাপাশি নাচ ও অভিনয়ও থাকবে মঞ্চের উপর। ইমন নিজেই নিজের গান গাইবেন। আবার অভিনয়ও করতে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন - ‘কৌলিন্য হারিয়েছে সাহিত্য অ্যাকাডেমি’ বিস্ফোরক শেষবারের প্রাপক স্বপ্নময়
অপেরাধর্মী মিউজিক্যালটির নেপথ্যে রয়েছে এক বন্ধুত্বের কাহিনিও। ইমনকে ঘিরে চারজন বন্ধুর বন্ধুত্বের উদযাপন দিয়ে সাজানো হয়েছে অপেরা। ইমন নিজেও সেই গল্পের একটি চরিত্র হিসেবে অভিনয় করতে দেখা যাবে। তিনিই গল্পের মুখ্য চরিত্র। কখনও কোরাসের হারমোনিতে, কখনও চোখের পলকে জীবন্ত চরিত্র হয়ে অভিনয় করে দর্শকদের বুঁদ করে রাখার প্রয়াস দেখা যাবে এবার।
ইমন চক্রবর্তীর কথায়, ‘খুবই ইচ্ছা ছিল একটু অন্য ধরনের কাজ করি। তবে এই ভাবনাটা নীলাঞ্জনের মাথায় প্রথম আসে। আমরা বিদেশে দ্যা ফ্যান্টম অফ দ্যা অপেরা দেখেছিলাম। সেই থেকেই এই অপেরাধর্মী মিউজিক্যাল এর পরিকল্পনা মাথায় আসে।’ এই প্রযোজনার নির্দেশক নীলাঞ্জন ঘোষ বললেন, ‘বিদেশে ব্রডওয়ে একই প্রেক্ষাগৃহে অনেকদিন ধরে চলে। আমরা সেটা দু'দিন করছি।’
আরও পড়ুন - কোন ‘টেকনিকাল ত্রুটি’তে এই বছর বাতিল বাংলার সাহিত্য অ্যাকাডেমি? খোঁজ HT বাংলার
মিউজিক ডিজাইন থেকে সেট ডিজাইন - সবকিছু জুড়ে মঞ্চে একের পর এক ম্যাজিক তৈরি করা হয়েছে। সম্পূর্ণ প্রযোজনাটির পরিচালনায় রয়েছেন শ্রী নীলাঞ্জন ঘোষ। চিত্রনাট্য লিখেছেন আকাশ চক্রবর্তী। ইমন সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীরাই প্রধান কলাকুশলী। বিশিষ্ট নৃত্যশিল্পীদের মাধ্যমে নৃত্যের অপূর্ব প্রয়োগও আছে। মুম্বই থেকে এসে অভিনয়ের রিহার্সাল করিয়েছেন সম্প্রীতি ঘটক। বিশেষ চরিত্রে এসেছেন অরুণাভ খাসনবিশ। ইমন-এর ব্যান্ড টিম টুগেদারনেস এর মিউজিশিয়ানরাই সঙ্গী হয়েছেন।