ইতিমধ্যেই বলিউড তো টলিউডের একাধিক অভিনেতা, অভিনেত্রীরা মহাকুম্ভে গিয়েছেন। স্নান করেছেন। শেয়ার করেছেন ছবিও। তালিকায় আছেন দেবলীনা কুমার, অপরাজিতা আঢ্য, রচনা বন্দ্যোপাধ্যায়, অদ্রিজা রায়, অরিন্দম শীল প্রমুখ। এবার সেই দলে নাম লেখাতে চললেন ইমন চক্রবর্তী। তবে তিনি কিন্তু স্নান নয়, অন্য একটি মূল লক্ষ্য নিয়েই ত্রিবেণী সঙ্গমের পথে রওনা দিয়েছেন।
আরও পড়ুন: ভাষা দিবসে প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা শোভনের, নতুন সাজে কোন চমক নিয়ে আসছে আমি বাংলায় গান গাই?
আরও পড়ুন: একবার নয়, দুবার মানসীকে ‘ময়ূরী’ বলে ডাক শ্রেয়ার! কী ঘটল ইন্ডিয়ান আইডলের মঞ্চে?
মহাকুম্ভে ইমন
এদিন ইমন চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি শেয়ার করেছেন। সেখান থেকেই জানা গিয়েছে তিনি মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সঙ্গে আছেন তাঁর স্বামী তথা মিউজিশিয়ান নীলাঞ্জন ঘোষ। তিনি তাঁদের দুজনের একটি বিমানে বসা সেলফি পোস্ট করে লেখেন, 'যাই একটু কুম্ভ মেলায় গান শুনিয়ে আসি।' একই সঙ্গে তিনি লেখেন, 'আগামীকাল আমাদের মহাকুম্ভে পারফরমেন্স আছে। ধন্যবাদ সঙ্গীত নাটক একাডেমি এই সম্মান দেওয়ার জন্য।' সঙ্গে প্রণাম, ইভিল আই এবং লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন তিনি। এদিন ইমন এবং নীলাঞ্জন দুজনকেই নীলের উপর ছাপা পোশাক পরে থাকতে দেখা গিয়েছে। গায়িকার পরনে ছিল চুড়িদার।

ইমনের আরও একটি পোস্ট করা ছবিতে তাঁকে বাংলার দুই অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুটি সৌরেন্দ্র সৌম্যজিৎকে দেখা যাচ্ছে। তাঁরা দুজন গায়িকার দুই পাশে হাসিমুখে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। ইমনের হাতে ধরা একটি হনুমানের সফট টয়। সৌরেন্দ্র সৌম্যজিৎকে সাদা পায়জামা পঞ্জাবিতে দেখা যায়। এই ছবিটি পোস্ট করে সৌরেন্দ্র লেখেন, 'হনুমানগুলো।'

প্রসঙ্গত সকলেই জানেন ইমন চক্রবর্তী আধুনিক গানের পাশাপাশি লোকসঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত তো গানই। কিন্তু তিনি একই ভাবে ঈশ্বর গীতি গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন বারবার। এই তো কিছুদিন আগেই তিনি সালকিয়ার বড় মায়ের মন্দিরে গিয়ে গান শুনিয়ে আসেন। দারুণ ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো।