ইমন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ সক্রিয়। নিজের মনের কথা জানানো হোক বা কাউকে কোনও উত্তর দেওয়ার হোক কিংবা নিজের কাজ ভাগ করে নেওয়া সবটাই তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে থাকেন। কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইমনের প্রাক্তন শোভন গঙ্গোপাধ্যায়। গায়িকা নিজেও সুখে সংসার করছেন। কিন্তু তাও কেন লিখলেন 'অনেক সময় লাগে' সেটা নিয়েই ভাবছেন তাঁর অনুরাগীরা। আসলে এটা। তিনি তাঁর কোনও শোয়ের আগে তৈরি হওয়ার প্রসঙ্গে লিখেছেন।
কী পোস্ট করলেন ইমন?
এদিন ইমন চক্রবর্তী তাঁর একটি মেকআপ এবং গেট রেডি উইথ মি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে তাঁকে ঘিরে রয়েছেন অনেক মানুষ। তাঁরা সকলে মিলে তাঁকে তৈরি করে দিচ্ছেন। এই ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, 'সত্যিই অনেকটা সময় লাগে তৈরি হতে, শ্যুটের জন্য প্রস্তুত হতে। কিন্তু আমরা চারপাশে যখন এমন কিছু সুন্দর মানুষ থাকে তখন তাঁরা মাথার চুল থেকে পা পর্যন্ত সব কিছুর খেয়াল রাখেন। চিন্তার কিছুই নেই। মেকাপ আর্টিস্ট, আমার ড্রেসার, হেয়ার স্টাইলিস্টের জন্য অনেক ভালোবাসা।'
প্রসঙ্গত ইমন চক্রবর্তীকে বর্তমানে সারেগামাপায় দেখা যাচ্ছে বিচারক হিসেবে। এবারের এই রিয়েলিটি শোতে তিনি জুটি বেঁধেছেন রাঘব চট্টোপাধ্যায়ের সঙ্গে। প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯ টা থেকে সম্প্রচারিত হয় এই শো।
আরও পড়ুন: 'সব স্মরণীয়...' বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নতুন পোস্ট অর্জুনের! শ্রীজাকে নিয়ে কী লিখলেন সব্যসাচী - পুত্র?
আরও পড়ুন: দ্বিতীয় দিনে লাফিয়ে বাড়ল ব্যাড নিউজের আয়! ২ দিনে মোট কত কোটি ঘরে তুলল ভিকি - তৃপ্তির ছবি?
প্রসঙ্গত গত পনের জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শোভন গঙ্গোুপাধ্যায় এবং সোহিনী সরকার। সম্পর্কের এক বছরের মধ্যেই তাঁরা গাঁটছড়া বাঁধলেন। অন্যদিকে একটা সময় দীর্ঘদিন সম্পর্কে ছিলেন ইমন এবং শোভন। তবে তাঁদের বিচ্ছেদের পর বর্তমানে গায়িকা নীলাঞ্জনের সঙ্গে সুখে সংসার করছেন।