কিছুদিন আগেই সুখবরটা এসেছিল। পুতুল ছবিটি থেকে ইতি মা গানটি অস্কারে লিস্টে জায়গা পেয়েছিল বলে জানা যায়। উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। একটা বাংলা গান অস্কারের সেরা ৮৯ গানের মধ্যে একটি, কম কথা নাকি! কিন্তু সেই গান সেরা ১৫ তে জায়গা পেল না। এই বিষয়ে কী বললেন ইমন চক্রবর্তী এবং ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়?
ইতি মা অস্কারের সেরা ১৫-তে জায়গা না পাওয়ায় কী বললেন ইমন?
ইমন চক্রবর্তী এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ইতি মা গানটি নিয়ে। সেখানেই তিনি তাঁর অনুরাগীদের জানান, 'ইতি মা গানটি অস্কারের সেরা ১৫ গানের তালিকায় জায়গা পেল না।' সেই পোস্টার স্ক্রিনশট দেবলীনা কুমার পোস্ট করে লেখেন, 'কিন্তু এটা আমার মনে জায়গা করে নিয়েছে।'
ইতি মা এবং পুতুল নিয়ে কী জানালেন পরিচালক?
এদিন সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় ইতি মায়ের অস্কারের লিস্ট থেকে ছিটকে যাওয়া প্রসঙ্গে জানান, 'সবাই ইতি মা গানটি যখন অস্কারের সেরা ৮৯ টি গানের তালিকায় জায়গা পেল তখন যে উচ্ছ্বাস দেখিয়েছিলেন সেটার জন্য ধন্যবাদ। অস্কারের তালিকায় এই প্রথম কোনও বাংলা গান এসেছিল। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। যেটা ঘটেছিল সেটা খুবই স্বতঃস্ফূর্ত ভাবে ঘটেছিল বলে আমরা খুবই খুশি।'
এদিন তিনি একই সঙ্গে জানান, 'পুতুল ছবিটির জন্য আমরা কোনও ক্যাম্পেন করিনি। অস্কারের জন্য অনেক বড় মাপের ক্যাম্পেন করতে হয়। তবে ইতি মা সেরা ১৫ তে জায়গা না পেলেও ফিল্ম সিলেকশন তালিকা এখনও বের হয়নি। দেখা যাক। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।'
আরও পড়ুন: পুষ্পা ২ ঝড়েও বহাল বহুরূপী ম্যাজিক! গুড নিউজ দিয়ে শিবপ্রসাদ লিখলেন, '৭০ তম দিনেও হাউজফুল'
আরও পড়ুন: 'ঘৃণা ছড়াবেন না', নিজের শোতে ডেকে অ্যাটলিকে 'রেসিস্ট' মন্তব্য করেছেন, অভিযোগ উঠতেই জবাব দিলেন কপিল!
পুতুল ছবিটি প্রসঙ্গে
পুতুল ছবিটি আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বড় পর্দায়। অস্কারে সেরা অরিজিন্যাল গান বিভাগে মনোনীত হয়েছে এই ছবির গান ইতি মা। সেই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং মিউজিক ডিরেক্টর হিসেবে ছিলেন সায়ন গঙ্গোপাধ্যায়।