ইমন চক্রবর্তী বরাবরই ঠোঁটকাটা, স্পষ্টবাদী। তাঁর শোয়ে কেউ অন্যায় আবদার করলে যোগ্য জবাব দেন গায়িকা। আবার ঠিক তেমন ভাবেই তাঁর সঙ্গে তাঁর টিমের সদস্যদের যে দারুণ সম্পর্ক সেটাও তাঁর ভিডিয়ো, পোস্ট দেখে সকলের জানা। কিন্তু একি! তাঁর অতি কাছের এবং টিমের অন্যতম বয়স্ক সদস্য, তাঁর বাবা এদিন তাঁর নামে একি অভিযোগ আনলেন! ইমন নাকি অত্যাচার করেন তাঁকে!
আরও পড়ুন: তসলিমার কলকাতায় ফেরায় ‘আপত্তি’ কবীর সুমনের? গায়ককে 'জিহাদি' তকমা দিয়ে একহাত নিলেন 'লজ্জা' লেখিকা
আরও পড়ুন: 'চিন্তা, মানসিক উত্তেজনা ...', সন্তান আসার আগে 'পরম' যত্ন নিয়ে কী বললেন 'হবু মা' পিয়া?
কী ঘটেছে আসলে?
এদিন ইমন চক্রবর্তী তাঁর স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি গাড়ি করে কোথাও যাচ্ছেন। তাঁর পাশে বসে রয়েছেন তাঁর বাবা। গায়িকা তাঁর গালে খোঁচা দিচ্ছেন। আর তখন বিরক্ত হয়ে (নাকি মজা করে) বলছেন, 'এই যে দেখছেন বাবু, এই দিকটা আমায় খোঁচা দিয়ে দিয়ে গর্ত করে দিয়েছে। দেখুন, দেখুন। আমার রুট ক্যানাল করা দাঁত, অনেক খরচ করে করেছি, আর সেখানেই... এবার আমায় মরা মানুষের দাঁত লাগাতে হবে। আর আমি পারছি না।'
আরও পড়ুন: 'বাবুর মা’য়ের নামে নিন্দে করে বেড়াচ্ছেন কিছু মানুষ! অরিজিতা বললেন, 'অপমান করছি...'
এরপর তিনি ইমনকে কাতর অনুরোধ করে বলেন, 'টিম থেকে বাদ দিয়ে দিন। আমাকে ছেঁটে দিন। আমি শান্তিতে উপরে যেতে পারব চার বছর পর।' এক কথা শুনেই গায়িকা বলেন, 'চার বছর ধরে উপরে যাবে?' তাতে তিনি আবার বলেন, 'যা পয়সা আমার আছে চার বছর নুন ভাত খেয়ে উপরে যেতে পারব। যা আমার পয়সা চার বছর চালিয়ে নিতে পারব। আর নইলে ছয় হাজার টাকা করে দেবে তো মাসে আবার কী! টিম থেকে আমাকে বাদ দিন।'

বাবার মেয়ের এই নিপাট খুনসুটি দেখে দারুণ মজা পেয়েছেন দর্শকরা।