মাঝে আর এক দিনের অপেক্ষা। তার পরেই শুরু উইকেন্ড। কাজের চাপ ভুলে ইচ্ছে মতো সময় কাটানোর অবকাশ। আর যদি বলিউড প্রেমী হন, তা হলে আপনার জন্য রয়েছে সুখবর। সদ্য মুক্তি পেয়েছে ইন্টারনেট মুভি ডেটাবেস অর্থাৎ আইএমডিবি-র সেরা দশ ভারতীয় ছবি এবং ওয়েব সিরিজের তালিকা। সেগুলির মধ্যে থেকেই বেছে নিতে পারেন অবসরের সঙ্গী। এক ঝলকে দেখে নেওয়া যাক দুই তালিকা।
ছবির তালিকা
বিক্রম (৮.৮/১০)
কমল হাসন এবং বিজয় সেতুপতি অভিনীত এই ছবি সব চেয়ে বেশি নম্বর পেয়েছে। প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করেছে 'বিক্রম'। ওটিটি-তে যদিও এখনও মুক্তি পায়নি এই ছবি।
কেজিএফ: চ্যাপ্টার ২ (৮.৫/১০)
আপনি কি অ্যাকশন ছবি পছন্দ করেন? তবে অ্যামাজন প্রাইমে দেখে নিতে পারেন যশ অভিনীত এই ছবি।
দ্য কাশ্মীর ফাইলস (৮.৩/১০)
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি নিয়ে বিতর্ক কম হয়নি। বক্স অফিসেও ফুলেফেঁপে উঠেছিল 'দ্য কাশ্মীর ফাইলস'-এর ভাঁড়ার। জি ফাইভে দেখা যাচ্ছে এই ছবি।
হৃদয়ম (৮.১/১০)
এই মালয়ালম ছবি নিয়ে দর্শকমহলে উত্তেজনা কিছু কম ছিল না। চাইলে ডিজনি প্লাস হটস্টারে দেখে নিতে পারেন এই ছবি।
আরআরআর (৮/১০)
দুই বিপ্লবী বন্ধু রাম-ভীমের আখ্যানকে কেন্দ্র করে তৈরি এই ছবি ঝড় তুলেছে বক্স অফিসে। জি ফাইভ এবং নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবি।
তালিকায় ছ'থেকে দশ নম্বরে রয়েছে যথাক্রমে 'আ থার্সডে' (৭.৮/১০), 'ঝুন্ড' (৭.৪/১০), 'সম্রাট পৃথ্বীরাজ' এবং 'রানওয়ে ৩৪' (৭.২), 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' (৭/১০)।
ওয়েব সিরিজের তালিকা
ক্যাম্পাস ডায়েরিজ: (৯/১০)
রকেট বয়স: ৮.৯/১০
পঞ্চায়েত: ৮.৯
হিউম্যান: ৮/১০
অপহরণ: ৮.৪/১০
এস্কেপ লাইভ: ৭.৭/১০
দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার: ৭.৩/১০
মাই: ৭.২/১০
দ্য ফেম গেম: ৭/১০
ইয়ে কালি কালি আখেঁ: ৭/১০