সিনেমার তথ্যভাণ্ডার হিসাবে IMDb বা Internet Movie Database অত্যন্ত পরিচিত এবং বহু মানুষের কাছেই একটি নির্ভরযোগ্য মাধ্যম। এই ওয়েবসাইটে যে কোনও ব্যক্তিই বিনামূল্যে নিজের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সেখানে নিজের দেখা ছবিগুলির রেটিং দিতে পারেন, কোন কোন ছবি দেখতে চান বা দেখে ফেলেছেন তার তালিকা তৈরি করে রাখতে পারেন।
হালে এই IMDb-তে জটিলতা দেখা দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেটিং নিয়ে। শুক্রবার মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি। মুক্তির পর থেকে IMDB-তে ঢল নেমেছে রেটিংয়ের। এবং দেখা গিয়েছে, বেশির ভাগ মানুষই ছবিটিকে ১০-এর মধ্যে ১০ স্টার দিয়েছেন।
৬০ হাজারের উপর রেটিং উঠে যাওয়ার পরেও দেখা যায়, ছবিটি ১০-এর মধ্যে ১০ স্টার পেয়েছে। কিন্তু এর পরেই অন্য একটি ট্রেন্ড লক্ষ্য করা যায়। সেখানে দেখা যায়, এক পেশেভাবে বহু মানুষ এটিকে ১০-এর মধ্যে ১ স্টার দিতে শুরু করেছেন। এমন বৈপরীত্য সচরাচর দেখা যায় না। আ সেই কারণেই এর কিছু ক্ষণের মধ্যে IMDB-র তরফে দাবি করা হয়েছে, এই রেটিং পদ্ধতির মধ্যে অস্বাভাবিকত্ব লক্ষ্য করেছে তারা। নিজেদের ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে, তাই বদলে দেওয়া হচ্ছে এর রেটিং পদ্ধতি।
এখন এই ছবিটির ক্ষেত্রে IMDb-র রেটিং-এ সাধারণ গড় (Arithmetic mean)-এর বদলে, বিকল্প পরিমাপ পদ্ধতি (alternate weighting calculation) ব্যবহার করা হচ্ছে।
জনপ্রিয় এই ওয়েবসাইটটিতে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পেজে গিয়ে তার রেটিং বিভাগে ঢুকলেই এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে।
এই ঘটনাটি লক্ষ্য করে এক দর্শক বিষয়টি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নজরে নিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে জানান ঘটনাটি। তখনই ক্ষোভ ব্যক্ত করেন পরিচালক। কারণ গড় হিসাবে এই ছবির রেটিং ৯.৬ হওয়া সত্ত্বেও IMDB-র নতুন পরিমাপ পদ্ধতিতে এটি ৮.৩ দেখানো হচ্ছে। পরিচালক তাতে বলেন, এটি অস্বাভাবিক এবং অনৈতিক।
প্রসঙ্গত, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত IMDb-র তালিকায় সবচেয়ে বেশি রেটিং পাওয়া ছবিটি ভারতীয়ই। সেটি ‘জয় ভীম’। বহু বছর ১ নম্বর জায়গা ধরে রাখার পরে এখন দু’নম্বরে নেমে গিয়েছে ‘দ্য শসাংক রিডেম্পশন’।