IMDb's top 10 most popular Indian web series list: IMDB জানিয়েছে, ১ জানুয়ারী থেকে ৭ নভেম্বর ২০২২ এর মধ্যে ভারতে প্রকাশিত সমস্ত ওয়েব সিরিজ, যেগুলির গড় IMDb ব্যবহারকারীর রেটিং ৭ বা তার বেশি, কমপক্ষে ১০ হাজার ভোট পেয়েছে সেরা দশের তালিকায় সেগুলি জায়গা করে নিয়েছে।
1/11IMDB এই বছরের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজের তালিকা প্রকাশ করেছে। লিস্টে সবার উপরে রয়েছে নীনা গুপ্তার ‘পঞ্চায়েত’। শেফালি শাহের দুটি ওয়েব শো, ‘দিল্লি ক্রাইম’ এবং ‘হিউম্যান’ এই তালিকায় রয়েছে। ইউটিউব চ্যানেল দ্য টাইমলাইনারে ‘এনসিআর ডেজ’, এমএক্স প্লেয়ারের ‘ক্যাম্পাস ডায়েরি’ এবং টিভিএফপ্লে-এর ‘কলেজ রোমান্স’ও তালিকায় রয়েছে। দেখুন-
2/11পঞ্চায়েত- জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, সানভিকা এবং চন্দন রায়ের এই ওয়েব সিরিজ। তালিকায় শীর্ষে রয়েছে। অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজ।
3/11দিল্লি ক্রাইম- নির্ভয়া গণধর্ষণের নেপথ্যে তৈরি হয়েছিল এই সিরিজের প্রথম পার্ট। নেটফ্লিক্সে দিল্লি ক্রাইম সিজন টু মুক্তি পেয়েছে চলতি বছর। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ওয়েব সিরিজ।
4/11রকেট বয়েজ- সোনি লিভে রয়েছে এই ওয়েব সিরিজ। IMDB এই বছরের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এই ওয়েব সিরিজ।
5/11হিউম্যান- শেফালি শাহ অভিনীত এই ওয়েব সিরিজ ডিজনি প্লাস হটস্টারে রয়েছে। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এই ওয়েব সিরিজ।
6/11অপহরণ- অরুণোদয় সিং অভিনীত এই ওয়েব সিরিজ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। ভুট এবং অল্ট বালাজি অ্যাপে দেখা যাবে এই ওয়েব সিরিজ।
7/11গুল্লাক- IMDB-র তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এই ওয়েব সিরিজ।
8/11এনসিআর ডেজ- তালিকায় সপ্তম স্থানে রয়েছে এই ওয়েব সিরিজ। ইউটিউব চ্যানেল দ্য টাইমলাইনারে দেখা যাচ্ছে।
9/11অভয়- কুণাল খেমু অভিনীত এই সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার তালিকায় অষ্টম স্থানে রয়েছে। জি ফাইভ অরিজিনালসে দেখা যাবে এই ওয়েব সিরিজ।
10/11ক্যাম্পাস ডায়েরি- এমএক্স প্লেয়ারে রয়েছে এই ওয়েব শো। তালিকায় নবম স্থান দখল করেছে।
11/11কলেজ রোম্যান্স- তালিকায় দশম স্থানে রয়েছে এই ওয়েব সিরিজ। সোনি লিভে দেখা যাবে।