বাংলা নিউজ > বায়োস্কোপ > Imran Khan-Avantika Malik: মামা আমিরের মতো বিয়ে ভাঙল ইমরানের? জল্পনায় কার্যত শিলমোহর দিলেন অবন্তিকা

Imran Khan-Avantika Malik: মামা আমিরের মতো বিয়ে ভাঙল ইমরানের? জল্পনায় কার্যত শিলমোহর দিলেন অবন্তিকা

বিয়ে ভাঙছে আমির খানের ভাগ্নে ইমরান খানের!

গায়ক মাইলি সাইরাসের গানের সঙ্গে নাচের একটি ভিডিও শেয়ার করেছেন। ক্লিপে লেখা ছিল ‘ওর জন্য বিবাহবিচ্ছেদই সেরা উপায়’। পরে অবন্তিকা লেখেন, ‘শুধুমাত্র ওঁর ক্ষেত্রেই যে এটা প্রযোজ্য তা নয়’। অবন্তিকার এই ইনস্টাস্টোরির পরই অনুরাগীদের প্রশ্ন, তাহলে ইমরান খানের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদটা সেরে ফেলছেন?

আলাদা থাকছেন বহুদিন ধরেই, তবে এবার কি পাকাপাকি ভাবেই বিচ্ছেদের পথে হাঁটছেন আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খান ও অবন্তিকা মালিক! অবন্তিকা মালিকের নতুন ইনস্টা স্টোরি ঘিরে তেমনই জল্পনা দানা বেঁধেছে। ঠিক কী পোস্ট করেছেন অবন্তিকা?

গায়ক মাইলি সাইরাসের গানের সঙ্গে নাচের একটি ভিডিও শেয়ার করেছেন। ক্লিপে লেখা ছিল ‘ওর জন্য বিবাহবিচ্ছেদই সেরা উপায়’। পরে অবন্তিকা লেখেন, ‘শুধুমাত্র ওঁর ক্ষেত্রেই যে এটা প্রযোজ্য তা নয়’। অবন্তিকার এই ইনস্টাস্টোরির পরই অনুরাগীদের প্রশ্ন, তাহলে ইমরান খানের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদটা সেরে ফেলছেন?  এক অনুরাগী কমেন্টে লিখেছেন, ‘সারা জীবন তিক্ত হওয়ার চেয়ে আলাদা হয়ে যাওয়া ভাল।’ কারোর মন্তব্য, 'আমি ভেবেছিলাম এক বা দুই বছর আগেই ওদের বিবাহবিচ্ছেদ হয়েছে।' কারোর কথায়, ‘আমার সবসময় মনে হয় সামাজ মাধ্যমেপ্রাক্তন/বিবাহ-বিচ্ছিন্ন/প্রাক্তনদের সম্পর্কে পোস্ট করে বড়ই বিরক্তিকর’। প্রসঙ্গত, মাইলি সাইরাসের বিবাহ বিচ্ছেদ হয়েছে ২০২০-তেই। আর তাঁর নতুন গানের অ্যালবাম এন্টলেশ সামার ভ্যাকেশন বিবাহবিচ্ছেদের উপরই আধারিত। 

আরও পড়ুন-‘নিজের যোগ্যতায় SET-এ প্রথম হয়েছি, বাবা করিয়ে দেননি’, বলছেন বিধায়ক কন্যা দেবলীনা

আরো পড়ুন-‘মিথ্যাচার!’ জয়তী চক্রবর্তীর অভিযোগে দেবালয়ের জবাব 'এটা ভুল বোঝাবুঝি…'

আরও পড়ুন-অস্ট্রেলিয়ার শ্যুটিংয়ে শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেন ছবির পরিচালক

<p>অবন্তিকা মালিকের ইনস্টাস্টোরি</p>

অবন্তিকা মালিকের ইনস্টাস্টোরি

মাত্র ১৯ বছর বয়স থেকেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইমরান খান ও অবন্তিকা মালিক। ২০১১ সালে তাঁরা বিয়ে করেন, ২০১৩ সালে কন্য়া সন্তানের বাবা-মা হন অবন্তিকা-ইমরান। ২০১৯ সাল থেকেই তাঁদের বিবাহ-বিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল। আলাদা থাকলেও তাঁরা দুজনেই চুপচাপ ছিলেন। এদিকে সম্প্রতি লেখা ওশিংটনের সঙ্গে হাত ধরে ঘুরতে দেখা গিয়েছে ইমরান খানকে। সকলেরই প্রশ্ন ইমরানের সেই ছবি দেখার পরই কি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন অবন্তিকা। এদিকে গত জানুয়ারিতে সাহেব সিং লাম্বা নামে এক ব্যক্তির সঙ্গে অবন্তিকারও ডেট করার গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবন্তিকা নিজেই ওই ব্যক্তির সঙ্গে সেলফি পোস্ট করেছিলেন। সঙ্গে ছিলেন পরিবারের একাধিক জনের সঙ্গে ছবি। লিখেছিলেন, ‘ডিসেম্বর থেকে জানুয়ারিতে ঝাঁপ! এটা ছিল কিন্তু এখন শেষ... ’। তবে বিষয়টি নিয়ে বিশেষ কিছুই জানা যায়নি। অবন্তিকা-ইমরান কিন্তু এখনও পুরো বিষয়টি নিয়ে চুপ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন