১০ বছর পর আবারও পর্দায় ফিরতে চলেছেন ইমরান খান। তার আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কী জানালেন অভিনেতা? কেনই বা এতদিন বিরতি নিলেন তিনি?
দীর্ঘ বিরতির বিষয়ে ইমরান খান এদিন সাক্ষাৎকারে জানান, 'আমি যখন টানা কাজ করছিলাম আমার পিআর, ম্যানেজার, ইত্যাদি সব ছিল। কিন্তু যখন ঠিক করলাম এসবের থেকে দূরে থাকব সব ছেড়ে দিই। আমি পাবলিক ডোমেনে থাকতেই চাইনি। আমি এই ১০ বছর না থাকার পর মানুষের আমায় নিয়ে কতটা কিওরিসিটি আছে সেটা দেখতে চেয়েছিলাম। এই সময়ে অনেক ব্র্যান্ড এসেছে আমার কাছে। কিন্তু সবাইকে ফিরিয়ে দিয়েছি। আমি চাইনি কেউ বলুক যে আমি টাকার জন্য ফিরেছি।'
হঠাৎ করে সিনেমা ছাড়ার সিদ্ধান্ত কেন নেন ইমরান?
এই বিষয়ে অভিনেতা জানান, 'কাট্টি বাট্টি ফ্লপ করার পরই যে এই সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা নয়। তবে ধীরে ধীরে অনুভব করেছিলাম। আমি টাকা উপার্জন করছিলাম ঠিকই, কিন্তু আগ্রহ পাচ্ছিলাম না। আমি ঠিক করে নিয়েছিলাম যে ছবির গল্প শুনে মনে হবে যে আমি এটা বিনামূল্যেও করতে রাজি ততক্ষণ আর ছবি করব না।'
আরও পড়ুন: জীবনের কঠিন সময় হাত ছেড়ে পালিয়েছিল প্রেমিকা, সেই স্মৃতি হাতড়ে মিঠুন বললেন, 'তাতে আখেরে আমার...'
কখন অনুভব করেন যে কোন ডিপ্রেশন ভুগছেন? ইমরান খান জানান, 'ধীরে ধীরে অনুভব করি বিষয়টা। বুঝতে শুরু করি যে ঠিক নেই আমি। কষ্ট হচ্ছে। ডাক্তার দেখানো উচিত। আর এটা অনুভব করার পরই খুব ভয় হতে লাগল। দুশ্চিন্তা হতে থাকল। এরপরই থেরাপি শুরু করি।'