সাবেক স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন ইমরান খান। বিয়ের ৮ বছর পর একে-অপরের থেকে আলাদা হন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরানকে প্রকাশ করতে দেখা গেল, কীভাবে অবন্তিকার সঙ্গে বিচ্ছেদ ‘জরুরি’ হয়ে পড়েছিল!
আমরা যুবা ইউটিউব চ্যানেলে হাজির হয়েছিলেন ইমরান। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘এই নিয়ে আমার মধ্যে কোনওরকম লজ্জা বা দ্বিধা নেই। এটা একটা পছন্দ ছিল আমাদের দুজনের। আমরা এমন এক পরিস্থিতে ছিলাম, যেখানে আমরা একে-অপরকে আরও শক্তিশালী হতে, আরও উন্নত হতে সাহায্য করতে পারছিলাম না মোটেই!’
তবে ডিভোর্সের সিদ্ধান্তকে শক্ত বলেই প্রকাশ করলেন আমির খানের ভাগ্নে। জানালেন বিবাহ বিচ্ছেদ তাঁকে অনেক শক্ত করেছে। সঙ্গে মনে করেন, কেউ যদি নিজের সঙ্গীর সঙ্গে মানিয়ে নিতে না পেরে আলাদা হন, তাতে লজ্জার কিছু নেই।
আরও পড়ুন: জ্বর নিয়েও টানা শ্যুটিং, ফুলকি-পর্ণাদের হারিয়ে বেঙ্গল টপার গীতা! কী বলছেন হিয়া?
এই সাক্ষাৎকারে নিজের নতুন বান্ধবী লেখা ওয়াশিংটনের ব্যাপারেও কথা বলেন তিনি। ইন্ডাস্ট্রির মধ্যে গুঞ্জন দক্ষিণের নায়িকা লেখার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি ইমরানের বিয়ে ভেঙেছে। লেখাকে নিয়ে কথা বলতে গিয়ে ইমরান জানান, দুজনে জেনে বুঝেই এই সম্পর্কে এসেছিলেন যাতে একে-অপরকে জীবনে পাওয়া আঘাত থেকে সেরে উঠতে, বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করতে পারি।
২০১১ সালে ইমরানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অবন্তিকা। তাঁরা ইমারা নামে একটি কন্যা সন্তানের বাবা-মা হয়েছিলেন। তবে ২০১৯ সালের দিকে তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। ইমরান বা অবন্তিকা কেউই এ নিয়ে কোনও মন্তব্য করেননি। অবন্তিকা অবশ্য তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিচ্ছেদের গুজব যে সত্যি সেই ইঙ্গিত দিয়েছিলেন। এরপর গত বছর শোনা গিয়েছিল, ইমরান ও অবন্তিকা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
'জানে তু ইয়া জানে না' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইমরানের। ২০০৮ সালে জেনেলিয়া ডি'সুজার বিপরীতে। ইমরানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল কঙ্গনা রানাওয়াতের সঙ্গে কাট্টি বাট্টি। ছবিটি বক্স অফিসে চলেনি। ইমরান প্রকাশ করেছিলেন যে তার প্রত্যাবর্তন - ডিজনি + হটস্টারের সঙ্গে একটি গুপ্তচর সিরিজ দিয়ে হবে, যদিও সেটি বাতিল হয়ে যায়।