ইমতিয়াজ আলির ছবিতে বরাবর দেখা যায় মহিলা চরিত্রগুলোর তুলনায় পুরুষ চরিত্রগুলো বেশি জটিল হয়। কিন্তু সাধারণত কথায় বলে মেয়েরা অনেক বেশি জটিল হয়। কথায় যাই বলুক, ইমতিয়াজ আলির ছবিতে ঘটে সম্পূর্ণ উল্টোটা। কিন্তু কেন? এবার সেটাই প্রকাশ্যে আনলেন পরিচালক।
কী বললেন ইমতিয়াজ আলি?
এদিন তিনি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইমতিয়াজ আলি জানান মহিলারা অনেক বেশি স্থিতিশীল, শান্ত হয়। তাঁর কথায়, 'আমার ছবির পুরুষ চরিত্ররা যেমন জব উই মেট -এর আদিত্য ধর্মরাজ কাশ্যপ, রকস্টার ছবির জনার্দন জর্ডান জখর বা জেজে, ককটেলের গৌতম, তামাশার বেদ বর্ধন আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া নয়।'
তিনি এদিন আরও জানান, 'তার মানে এটা নয় যে আমি কেবল পুরুষদের সমস্যা তৈরি করতে দেখছি। তবে মহিলারাই এগিয়ে এসে তাদের সমস্যা সমাধান করে। বেশি বুদ্ধি, স্থিতিশীলতার ক্রেডিট আমি মেয়েদেরই দেব। সেই জন্যই আমার ছবিতে মহিলাদের এভাবে দেখানো হয়।'
আরও পড়ুন: একটা নয়, মাথায় চারটে ঝুঁটি বেঁধে দাদা ইউভানের সঙ্গে গল্পে মশগুল ইয়ালিনি! সঙ্গ দিলেন রাজও
ইমতিয়াজ আলি ২০০৫ সালে সোচা না থা ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন। এরপর তিনি লাভ আজকাল, হাইওয়ে, জব হ্যারি মেট সজল, লায়লা মজনু, ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন। তাঁর পরিচালিত শেষ ছবি হল অমর সিং চমকিলা। তবে এই ছবিটি বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় রয়েছেন পরিণীতি চোপড়া এবং দিলজিৎ দোসাঁঝ।