কিছুদিন আগে ফের একফ্রেমে ধরা দিয়েছেন শাহিদ কাপুর এবং করিনা কাপুর খান। তাঁদের সম্পর্কের কথা সকলেই জানেন, বিচ্ছেদের পর যে তাঁরা একপ্রকার একে অন্যের মুখদর্শন করতেন না, কোনও ইভেন্টে দেখা হলেও মুখ ঘুরিয়ে চলে যেতেন সে কথাও সকলেই জানেন। কিন্তু সেসব অতীত। সম্প্রতি আইফার মঞ্চে তাঁদের বাক্য বিনিময় করতে দেখা যায়। শাহিদকে জড়িয়েও ধরেন করিনা। আর তারপর থেকেই তাঁদের অনুরাগীরা আশায় বুক বেঁধেছিলেন যে এবার জব উই মেট ছবিটির সিক্যুয়েল আসবে। এবার সেই বিষয়ে মুখ খুললেন ছবির পরিচালক ইমতিয়াজ আলি। কী জানালেন?
আরও পড়ুন: 'একটা থাপ্পড় লাগিয়ে আসব বাড়ি গিয়ে', কিরণের অভিযোগ খারিজ করতেই সায়ন্তকে জবাব দেবচন্দ্রিমার
জব উই মেট ২ নিয়ে কী জানালেন ইমতিয়াজ?
জব উই মেট ছবিটির সিক্যুয়েল প্রসঙ্গে চর্চা শুরু হতে পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমতিয়াজ আলি জানিয়েছেন, 'আমার তো দারুণ লেগেছে আইফার মঞ্চে শাহিদ আর করিনা একে অন্যকে জড়িয়ে ধরতে। মানুষ ওঁদের নিয়ে তো কথা বলছেনই, সব আমার ছবি জব উই মেট নিয়েও কথা বলছেন। এই ছবির বিষয়ে ওই অনুষ্ঠানেই শাহিদ জানিয়েছেন যে তিনি মুভ অন করে গিয়েছেন। বিষয়টা থেকে অনেকটাই সরে এসেছেন। আমার মনে হয় বাকি সবারও তাই হয়েছে।'
তিনি এদিন আরও জানান, 'আমার মনে হয় দর্শকদের উচিত ওই ছবিটাকেই উপভোগ করা। সিক্যুয়েল তৈরি করে বিষয়টা নষ্ট না করাই ভালো। অনেক বছর হয়ে গেছে ছবিটির। আর ওঁদের নিয়ে আপাতত আমার ছবি বানানোর কোনও পরিকল্পনা নেই।'
আরও পড়ুন: বাম-নেত্রী এবার অভিনেত্রী! কোন সিরিজের হাত ধরে বিনোদন জগতে পা রাখলেন দীপ্সিতা?
ফলে দর্শকরা, অনুরাগী যতই চান জব উই মেট ২ আসুক আপাতত সেটা হচ্ছে না। প্রসঙ্গত জব উই মেট ছবিটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। মুখ্য ভূমিকায় ছিলেন শাহিদ কাপুর এবং করিনা করিনা খান। তাঁদের রসায়ন তো বটেই, তাঁদের চরিত্র, ছবির সংলাপ, গল্প থেকে গান সবই দর্শকদের দারুণ নজর কেড়েছিল।