কলকাতার মানুষের ভালোবাসার টানে বারবার ফিরে আসেন বলিউড পরিচালক ইমতিয়াজ আলি। তবে এবারই ঘুরতে নয়, একটি বিশেষ কাজে কলকাতায় এসেছেন তিনি। ইমতিয়াজ আলি পরিচালিত ‘মাই মেলবোর্ন’ সিনেমার প্রচারে তিনি এবার এসেছেন কলকাতায়। তবে সিনেমার প্রচারে কেন ট্রামকেই বেছে নিলেন তিনি?
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাই মেলবোর্ন’ সিনেমাটির প্রচার করার জন্য কলকাতায় এসেছেন ইমতিয়াজ আলি এবং অরিন। তবে শুধু এই দুই পরিচালক নন, সিনেমাটি পরিচালনা করেছেন আরও দুই পরিচালক। তাঁরা হলেন কবীর খান এবং রিমা দাস।
আরও পড়ুন: একের পর এক সমস্যা, ‘পুষ্পা ২’ মুক্তি পেতেই এবার পরিচালককে দেওয়া হল খুনের হুমকি! কেন?
কেন ট্রামকেই বেছে নেওয়া হল সিনেমার প্রচারের জন্য?
সিনেমার গল্প এবং ট্রামের মধ্যে কী সম্পর্ক রয়েছে জিজ্ঞাসা করায় ইমতিয়াজ আনন্দবাজারকে বলেন, ‘আপনারা হয়তো জানেন না কলকাতায় যে সমস্ত ট্রাম চলে সেগুলি প্রত্যেকটি তৈরি হয় মেলবোর্নে। স্বাভাবিকভাবেই মেলবোর্ন এবং কলকাতা ট্রামের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। তবে শুধু কলকাতা নয়, আরও বিভিন্ন দেশের ট্রাম তৈরি হয় মেলবোর্নে।’
পরিচালক আরও বলেন, ‘আমি এবং আরও তিনজন পরিচালক এই সিনেমাটি পরিচালনা করেছি। মোট চারটি গল্প ওপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়। প্রত্যেকটি গল্পের সঙ্গে অন্য গল্পের একটি গভীরভাবে যোগাযোগ রয়েছে। তবে আমি মনে করি এই বৃত্তটি যতক্ষণ না পূর্ণ হবে যতক্ষণ এটি কলকাতায় এসে শেষ হচ্ছে।’
কলকাতার প্রতি ভালোবাসা জানিয়ে পরিচালক বলেন, ‘কলকাতার মানুষদের মধ্যে একটি শিল্পসত্তা রয়েছে। নাচ, গান, আঁকা বা লেখা কোনও না কোনও কাজে এখানকার মানুষ যুক্ত থাকেন। এখানকার মানুষ অনেক বেশি কথা বলেন, যা আমার ভীষণ ভালো লাগে।’
ভোজন রসিক পরিচালক বলেন, ‘কলকাতার সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস হলো এখানে কম অর্থের বিনিময়ে আপনি পেটভরে খেতে পারবেন। এর আগেও আমি কলকাতায় এসেছি এবং বিভিন্ন খাবার ট্রাই করেছি। এবারেও কলকাতা থেকে বেশ কিছু কেক এবং অন্যান্য খাবার কিনে নিয়ে আমি ফিরে যাব। আর কিছুদিনের মধ্যেই ক্রিসমাসের উদযাপন শুরু হবে, কলকাতার রাস্তা আবার আলোয় ভরে উঠবে।’
আরও পড়ুন: বাংলাদেশেই ভাবনার গর্ভে আসে অনন্যা, মত চাঙ্কির! বললেন, 'দ্বিতীয় হানিমুনে গিয়েই...'
প্রসঙ্গত, নন্দিনী, জুলিস, ইমা এবং সিতারা এই চারটি মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে মাই মেলবোর্ন। গল্প চারটি আলাদা হলেও শেষে এই চারটি চরিত্রের গল্প মিলেমিশে একাকার হয়ে যাবে। আগামী বছর ২৭ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমাটি।