সম্প্রতি কলকাতায় এসেছিলেন ইমতিয়াজ আলি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল তাঁর ছবি। আর সেই ছবির প্রচারের ফাঁকেই এদিন ইমতিয়াজ আলি জানালেন যে তিনি বাংলায় কাজ করতে চান কিনা। চাইলে কোন অভিনেতা বা শিল্পীদের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।
বাংলায় কাজ করা প্রসঙ্গে কী জানালেন ইমতিয়াজ আলি?
ইমতিয়াজ আলি আনন্দবাজারকে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি বাংলায় কাজ করতে চান কিন্তু তার আগে তাঁকে ভালো করে বাংলা শিখতে হবে। হিন্দির পাশাপাশি তিনি বাংলা সিনেমা বানাতে চান কিনা সেই প্রসঙ্গে অমর সিং চমকিলা ছবির পরিচালক বলেন, 'বাংলা সিনেমা বানানোর আগে আমায় আরও একটু বাংলা শিখতে হবে। তবে আমি বাংলার অনেক লোকের সঙ্গে কাজ করতে চাই। অনেক শিল্পী আছেন বিভিন্ন গিল্ডের যাঁদের সঙ্গে আমি কাজ করতে চাই।'
এরপরই ইমতিয়াজ জানান তাঁর সঙ্গে হামেশাই বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা হয়। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'এই কিছুদিন আগেই বুম্বাদার সঙ্গে দেখা হয়েছিল। ওর সঙ্গে কাজ করতে চাই। ওঁকে মাঝে মধ্যেই আমি চিত্রনাট্য শোনাই।'
কলকাতায় ইমতিয়াজ আলি
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাই মেলবোর্ন’ সিনেমাটির প্রচার করার জন্য কলকাতায় এসেছিলেন ইমতিয়াজ আলি এবং অরিন, তখনই তিনি ট্রামে চড়েন, পোজ দিয়ে রাস্তায় বসে ছবি তোলেন। তবে শুধু এই দুই পরিচালক নন, সিনেমাটি পরিচালনা করেছেন আরও দুই পরিচালক। তাঁরা হলেন কবীর খান এবং রিমা দাস। সিনেমার গল্প এবং ট্রামের মধ্যে কী সম্পর্ক রয়েছে জিজ্ঞাসা করায় ইমতিয়াজ জানিয়েছেন, ‘আপনারা হয়তো জানেন না কলকাতায় যে সমস্ত ট্রাম চলে সেগুলি প্রত্যেকটি তৈরি হয় মেলবোর্নে। স্বাভাবিকভাবেই মেলবোর্ন এবং কলকাতা ট্রামের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। তবে শুধু কলকাতা নয়, আরও বিভিন্ন দেশের ট্রাম তৈরি হয় মেলবোর্নে।’