সারার সঙ্গে শুভমন গিলের সম্পর্ক নিয়ে চর্চা অব্যহত। প্রকাশ্যে তাঁরা অবশ্য এই সম্পর্কে সিলমোহর দেননি তাঁরা। তবে এ নিয়ে গুঞ্জন লেগেই রয়েছে। আর এবার সেই জল্পনা আরও খানিকটা উস্কে দিলেন সচিন-কন্যা। বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট দেখতে ব্রিসবেনে গেলেন তিনি।
এই টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। মেঘলা আবহাওয়ার সুযোগ কাজে লাগাতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিনের খেলা এগিয়ে যাওয়ার পর টিভি ক্যামেরা গ্যালারির দিকে ঘুরে যায়। আর সেখানেই দেখা যায় ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে মাঠে এসে হাজির হয়েছেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর।
আরও পড়ুন: 'এটা বেঁচে থাকার সময়', অভিনয় ছাড়ার কারণ নিয়ে এবার মুখ খুললেন বিক্রান্ত!
টেলিভিশনে সারা টেন্ডুলকারের ঝলক অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভারের সময় দেখা গিয়েছিল। স্ট্যান্ডে বসে থাকতে দেখা যায় সারাকে। তাঁর পিছনে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এবং জাহির খানকেও দেখা গিয়েছিল। এদিন খেলা দেখতে ব্রিসবেনে হাজির ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও।
তবে গ্যালারিতে সারার দেখা মিলতেই আবার শুরু হয়েছে জোর চর্চা। স্ট্যান্ডে নীল পোশাক পরে সারার ছবি হয়েছে ভাইরাল। আর তারপর থেকেই নেটিজেনরা বলতে শুরু করেছেন, শুভমনের জন্যই নাকি ব্রিসবেনে গিয়েছেন সারা।
আরও পড়ুন: ‘তৈমুরকে তো দেখাও…’, ভুলভুলাইয়া ৩ নিয়ে আর্জি কার্তিকের, করিনার ছেলেরা আদৌ হিন্দি ছবি দেখে?
অনেকে মতে, সারাকে কেবল পরিবারের সঙ্গেই খেলার মাঠে দেখা যায়। সম্ভবত এই প্রথমবার তিনি একা খেলা দেখতে এসেছেন। তাই এর কারণ শুধু খেলা হতে পারে না। সারা সেখানে গিয়েছেন শুভমনের জন্যও। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিজ্যুয়ালে দেখা গিয়েছে সারা তাঁর ফোনের দিকে তাকিয়ে রয়েছেন।
আরও পড়ুন: যন্ত্রণায় কাতরাচ্ছেন রূপাঞ্জনা, রক্তারক্তি কাণ্ড! কী হয়েছে অভিনেত্রীর?
শনিবার সকালে, সারা তেন্ডুলকর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। যা দেখে মনে হয়েছিল তিনি ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের ভেন্যু গাব্বার দিকে যাচ্ছেন বলে মনে হয়েছিল।
প্রসঙ্গত, অ্যাডিলেডে আগের ম্যাচে হারের পর গাব্বা টেস্টের একাদশে দুটি পরিবর্তন আনল ভারত সফরকারীরা তাদের প্লেয়িং ইলেভেনে দুটি পরিবর্তন হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন ও হর্ষিত রানার জায়গায় রবীন্দ্র জাদেজা ও আকাশ দীপকে নিয়ে আসে ভারত।
অন্যদিকে, পেসার স্কট বোল্যান্ডকে বাদ দিয়ে জশ হ্যাজেলউডকে ফিরিয়ে আনে অস্ট্রেলিয়া।