বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ৮২ বছর বয়সেও একপ্রকার রাজত্ব করছেন বলিউডে। একটি নতুন রিপোর্ট অনুসারে, ২০২৪-২৫ আর্থিক বর্ষে তাঁর আয় দাঁড়িয়েছে ৩৫০ কোটি টাকা। আর এখানেই শেষ নয়, তিনি কর প্রদান করেছেন ১০০ কোটি টাকার।
অমিতাভের আয়ের অন্যতম উৎস হল ফিল্ম প্রজেক্ট, এনডোর্সমেন্ট ডিল এবং জনপ্রিয় গেম শো কৌন বনেগা ক্রোড়পতির হোস্টিং করা। গত বছর শাহরুখ খান ৯২ কোটি টাকা কর দিয়েছিলেন।
অমিতাভ বচ্চনের আয়ের খতিয়ান
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, অমিতাভ ২০২৪/২০২৫ আর্থিক বছরের জন্য ৩৫০ কোটি টাকা আয় করেছেন। আর এই আয়ের উপর ভিত্তি করে তাঁকে কর দিতে হয়েছে ১২০ কোটি টাকার। সূত্রের খবর, ২০২৫ সালের ১৫ মার্চ অগ্রিম করের শেষ কিস্তি ৫২.৫০ কোটি টাকা জমা দেন অমিতাভ।
অমিতাভের নতুন প্রোজেক্ট
অমিতাভ বর্তমানে জনপ্রিয় টিভি কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৬-এর সঞ্চালনা করছেন। অমিতাভকে শেষ দেখা গিয়েছিল ভেট্টাইয়াঁ ও কলকি ২৮৯৮ এডি-তে। ভেট্টাইয়ানে তাঁকে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল। তিন দশক পর রজনীকান্তের সঙ্গে পর্দায় ফের জুটি বাঁধেন অমিতাভ। ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
এরপর তাঁকে দেখা যাবে ঋভু দাশগুপ্তের কোর্টরুম ড্রামা 'সেকশন ৮৪'-এ। নাগ অশ্বিন পরিচালিত হিট ছবি 'কল্কি ২৮৯৮ এডি'র সিক্যুয়েলেও দেখা যাবে তাঁকে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে দ্য ইন্টার্ন-এর হিন্দি রিমেকেও কাজ করার কথা রয়েছে।
দেউলিয়া হওয়ার পরেও কীভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ?
বর্তমানের এই এত পরিমাণ অঙ্কের করদাতা অমিতাভ, একা সময় দেউলিয়া হয়ে গিয়েছিলেন। পাওনাদারদের টাকা মেটাতে তাঁর বিখ্যাত বাংলো ‘প্রতীক্ষা’ বিক্রি করার মতো জায়গায় চলে গিয়েছিলেন। তা ১৯৯৬ সালের কথা। সেই সময় ব্যবসায় নামার সিদ্ধান্ত নেন হঠাৎই। ‘অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড’ বা ‘এবিসিএল’ (ABCL) নামে এক সংস্থা চালু করেন। আর এইকারণে কানাড়া ব্যাঙ্কের কাছে প্রায় ২২ কোটি টাকার ঋণ নিয়েছিলেন এবং গ্যারান্টি হিসেবে রেখেছিলেন তাঁর নিজের বাংলো প্রতীক্ষাকে। এই কোম্পানিই তাঁকে লসের দিকে ঠেলে দেয়। জানা যায়, সেই সময় বাজারে প্রায় ৭০ কোটির দেনা হয়ে যায়।
শোনা যায় সেই সময় বিগ বি নিজে যশ চোপড়ারকাছে গিয়েছিলেন কাজ চাইতে। এরপর তাঁকে দেওয়া হয় মহব্বতেঁ-তে সুযোগ। দ অমিতাভকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে কৌন বনেগা ক্রড়োরপতি-ও দ্বিতীয় ইনিংস যে শুরু করেছিলেন ২০০০ সাল থেকে, বর্তমানে ২০২৫ সালে এসেও, একটানাকাজ করে চলেছেন অভিনেতা।