ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সবসময় সকলের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন সইফ আলি খান কন্যা সারা আলি খান। তাঁর হাসি খুশি ব্যবহার ভীষণভাবে মোহিত করে সকলকে। সব থেকে বড় কথা তিনি যে পোশাক পড়ে থাকেন ক্যামেরার সামনে তা সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করে সকলের। সাধারণত নায়িকারা যে সমস্ত পোশাক পরে ক্যামেরার সামনে আসেন সারা আলি খান একেবারেই তার উল্টো অর্থাৎ ভদ্রস্থ পোশাক পড়ে আসেন ক্যামেরা সামনে।
তবে এত প্রশংসা পাওয়ার পরেও অনেকে এমনও আছেন যারা সারা আলি খানের এমন পোশাক আশাক কে বানানো বলে অভিহিত করেন। বারবার উপহাসের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সারা আলি খান বলেন, ‘আমি বাস্তব জীবনে যা আমি সবার সামনে তাই। তবে ছোটবেলা থেকেই বারবার বিভিন্ন উপহাসের সম্মুখীন হতে হয়েছে। তবে তার জন্য আমি পাল্টে যেতে পারি না।’
আরও পড়ুন: (‘জগাখিচুড়ি বানিয়ে দেবে…’ দিদি রিদ্ধিমাকে হঠাত্ এমন কেন বললেন রণবীর?)
সম্প্রতি জানা গিয়েছে, সারা ২২.২৬ কোটি টাকায় মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টে এলাকায় দুটি বাণিজ্যিক অফিস স্পেস কিনেছেন। FloorTap.com এর নথি থেকে সামনে এসেছে সেরকমই তথ্য। মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের বীরা দেশাই রোডে অবস্থিত সিগনেচার বিল্ডিং নামে পরিচিত একটি বিল্ডিংয়ে বীর সাভারকর প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে নবম তলায় দুটি বাণিজ্যিক ইউনিট কিনেছেন।
প্রতিটি সম্পত্তির চুক্তির মূল্য ১১.১৩ কোটি টাকা এবং প্রদত্ত স্ট্যাম্প শুল্ক ৬৬.৮ লক্ষ টাকা। প্রতিটি ইউনিটের বিল্ট আপ এরিয়া ২ হাজার ৯৯ বর্গফুট এবং কার্পেট এরিয়া ১ হাজার ৯০৫ বর্গফুট। ২০২৪ সালের ১০ অক্টোবর নথি রেজিস্ট্রি করা হয়। ইউনিটগুলিতে তিনটি গাড়ি পার্কিং রয়েছে। গত বছরের জুলাই মাসে একই ভবনের চতুর্থ তলায় মায়ের সঙ্গে একটি অফিস কিনেছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: (বিজয় ভার্মাকে নিয়ে নতুন ছবি রাজকুমার হিরানির? ইঙ্গিত দিয়ে বললেন, 'ও একজন…')
‘এ বাতান মেরে বাতান’ সিনেমার শুটিংয়ের জন্য ব্যস্ত ছিলেন সারা আলি খান। ঊষা মেহতার জীবনের উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হচ্ছে। পরিচালনা করেছেন কান্নার আইয়ার। একজন সাহসী তরুণী যিনি ১৯৪০ এর দশকের গোড়ার দিকে ভারত ছাড়ো আন্দোলনের সময় এ কথার বাত্রা ছড়িয়ে দেওয়ার জন্য এটি আন্ডারগ্রাউন্ড রেডিও স্টেশন শুরু করেছিলেন সেই মানুষটির জীবনের উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হচ্ছে।